Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চবিতে সাংবাদিককে কুপিয়েছে ছাত্রলীগ

চবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মরত এক সাংবাদিককে কুপিয়ে আহত করেছে কয়েক জন ছাত্রলীগ কর্মী। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের আলাওল হল ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে। আহত পার্থ বণিক বিশ্ববিদ্যালয়ের অর্থসূচকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় তিনি বিশ্বদ্যিালয়ের প্রক্টর অফিসে একটি লিখিত অভিযোগ।
প্রত্যক্ষদর্শী জানায়, পার্থ বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের সামনে অবস্থিত ক্যান্টিনে দুপুরে খাবার খেতে যায়। সেখানে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান, একই শিক্ষাবর্ষের সমাজতত্ত¡ বিভাগের আলআমিন ও সোহান অবস্থান করছিল। এসময় ইমরান , আলআমিন ও সোহান এর সাথে কথাকাটাকাটি হয় পার্থর। এসময় ইমরান ও আল আমিন পার্থকে বিভিন্ন ভাবে গালিগালাজ করে। পরে পার্থ আলাওল হলের দিকে গিয়ে ছাত্রলীগের কয়েকজন কর্মীকে বিষয়টি সমাধানের জন্য জানায়। এক পর্যায়ে পার্থ আবারও ক্যান্টিনে দিকে আসলে ইমরান পার্থকে পেটে ছুরি দিয়ে আঘাত করতে চেষ্টা করলে পার্থ তা ধরে ফেলে। পরবর্তীতে আল আমিন ও সোহান ক্যান্টিনের রান্নার নাড়ানি (কুন্তি) দিয়ে তার মাথায় আঘাত করে। আঘাতে তার মাথার ক্ষতের সৃষ্টি হয়ে প্রচুর রক্ত বের হয়।
অন্যদিকে একাধিক সূত্রথেকে জানা যায়, বিশ^বিদ্যালয়ের মাদক দ্রব্য থেকে শুরু করে চুরি ও ছিনতাইর অভিযোগ রয়েছে এই তিন জনের বিরুদ্ধে।
এ বিষয়ে পার্থ জানায়, কোনো কারণ ছাড়াই তারা আমাকে অশ্লীলভাবে গালাগালি করে শাসাতে থাকে। আমি বিষয়টি সমাধানের চেষ্টা করলে তারা উল্টো আমার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে অতি শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সাথে জড়িতদেও কাউকে ছাড় দেওয়া হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ