Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ : যেন বিলাস ভ্রমণ!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

এএফসি অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ৩১ সদস্যের বাংলাদেশ দলে ৮ জনই কর্মকর্তা! যেখানে হেড অব ডেলিগেশন, টিম লিডার, ম্যানেজার, অফিসিয়াল, প্রধান কোচ এবং ফিজিও রয়েছেন একজন করে। আর সহকারী কোচ আছেন দু’জন। বাকি ২৩ জন খেলোয়াড়। বয়সভিত্তিক একটি টুর্নামেন্টের বাছাই পর্ব খেলতে যাওয়া এতো বড় বহরকে কি বলা যায়? গোলরক্ষক কোচকে জায়গা না দিয়ে দলে কেনই বা অপ্রয়োজনীয় কর্মকতা অন্তর্ভুক্ত করা হলো? টিম লিডার থাকা সত্বেও কেন হেড অব ডেলিগেশন পদ সৃষ্টি করে তাকে জায়গা দেয়া হলো দলে। তাহলে কি এটা বিলাস ভ্রমন! এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই জাগতে পারে ফুটবলপ্রেমীদের মনে। যে প্রশ্ন গতকালই ছিলো মিডিয়ার। টুর্নামেন্টকে সামনে রেখে এদিন বিকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ বহর নিয়ে অনেকটা দায়সারা জবাবই দিলেন কর্মকর্তারা। কোন সন্তোষজনক উত্তর দিতে পারেননি তারা।
আগামী বুধবার কাতারের দোহায় শুরু হচ্ছে এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। আসরে খেলতে গতকাল সন্ধ্যায় কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে বিকালে মিডিয়ার সামনে নিজেদের লক্ষ্য ও সম্ভাবনার কথা জানান বাংলাদেশ কোচ মোস্তফা পারভেজ বাবু ও অধিনায়ক ইয়াসিন আরাফাত। তারা প্রতিপক্ষদের শক্তিশালী উল্লেখ করে কেবল ভালো খেলার প্রতিশ্রæতি দিয়ে গেলেন।
বিশ্বকাপ উপলক্ষ্যে নতুন রুপে সাজছে কাতার। অত্যাধুনিক পদ্ধতিতে তৈরী হচ্ছে স্টেডিয়ামগুলো। প্রচন্ড গরমের কারণে শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামও তৈরী হচ্ছে। স্টেডিয়ামের এমন স্থাপনা দেখতেই বাংলাদেশ দলের বহর বড় করা হয়েছে। যেমনটা বললেন বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান এবং এই দলের হেড অব ডেলিগেট ফজলুর রহমান বাবুল, ‘কাতারে মাঠ দেখার জন্য আমি যাচ্ছি।’
তবে বাবুল মাঠ দেখতে গেলেও ভালো খেলার প্রতিশ্রæতি দিচ্ছেন কোচ ও অধিনায়ক। যদিও নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন তারা। কোচ মোস্তফা পারভেজ বাবু বলেন, ‘নেপালে দু’টি ভুলের কারণে স্বাগতিকদের কাছে হেরে শিরোপা রেস থেকে ছিটকে পড়েছিলাম আমরা। যদিও ম্যাচে আমাদের প্রাধান্য ছিল বেশি। আসলে দিনটি আমাদের ছিল না। তাই এমনটা হয়েছে। তবে ওই ম্যাচের ভুল ক্রুটিগুলো শুধরে নেয়ার চেষ্টা করেছি। আশাকরি কাতারে ছেলেরা ভালো করবে।’ এত বড় বহর গেলেও দলের সঙ্গে কোন গোলরক্ষক কোচ নেই। এ প্রসঙ্গে বাবুর কথা, ‘আসলে এই দলের সঙ্গে একজন গোলরক্ষক কোচের প্রয়োজন ছিল। যদিও আমার সঙ্গে দু’জন সহকারী কোচ রয়েছেন।’
অধিনায়ক ইয়াসিন আরাফাত বলেন, ‘নেপালে চার ম্যাচের মধ্যে শ্রীলংকা ও ভুটানের বিপক্ষে আমরা ভালো খেলে জিতেছি। চতুর্থ ম্যাচেও আমরা ভুটানকে হারিয়েছিলাম। আমরা চেষ্টা করেছি ভালো খেলতে। কাতারেও আমাদের লক্ষ্য থাকবে ভালো খেলার। যদিও প্রতিপক্ষ সব দলই শক্তিশালী।’ এই দলে নেপালে খেলা ১৩ জন রয়েছেন। তাছাড়া বিকেএসপির সাতজনও খেলছেন দলে। টুর্নামেন্টের ‘ই’ গ্রæপে খেলবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও স্বাগতিক কাতার।

এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে বাংলাদেশের খেলা
তারিখ প্রতিপক্ষ সময়
২০ সেপ্টেম্বর আরব আমিরাত বিকেল ৪টা ৪৫
২২ সেপ্টেম্বর ইয়েমেন বিকেল ৪টা ৪৫
২৪ সেপ্টেম্বর কাতার সন্ধ্যা ৭টা ৪৫

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়নশিপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ