Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরাফাতের কো-স্পন্সর বাংলাদেশ ফাইন্যান্স

আইরনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২২, ১২:০৪ এএম

‘আইরনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে’ বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী সামছুজ্জামান আরাফাতকে কো-স্পন্সর করেছে ননব্যাংকিং ফাইন্যান্সিশিয়াল ইনস্টিটিউশন বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। আগামী ৭ মে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট জর্জে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন আরাফাত।
বিশ^ অ্যাথলেটের ওই প্রতিযোগীতায় আরাফাত ইতোমধ্যে কোয়ালিফাই রাউন্ড অতিক্রম করেছেন। বেশ কয়েকটি ধাপ অতিক্রম শেষে চ্যাম্পিয়নশিপের সেই অনুষ্ঠানে আরাফাত, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার পাশাপাশি বাংলাদেশ ফাইন্যান্সকেও রিপ্রেন্ট করবে। যা ইতিহাস হয়ে থাকবে বলে জানান দেশের গর্ব আরাফাত। গতকাল বৃহস্পতিবার দিলকুশায় বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে আরাফাতের হাতে স্পন্সরশিপের রেপ্লিকা চেক তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ। আনুষ্ঠানিক বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের যে কোন ইতিহাসের অংশ হতে পারা গর্বের ও আনন্দের। বাংলাদেশ ফাইন্যান্স বরাবরই বাংলাদেশের সমৃদ্ধি আর প্রবৃদ্ধির সাথে অংশীদার হতে চায় বলেই আরাফাতের জন্য ভালোবাসার হাত বাড়িয়েছে। আরাফাত আর বাংলাদেশের সফলতা মানে বাংলাদেশ ফাইন্যান্সের সফলতা বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইরনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ