Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আরেক মেয়াদের জন্য নির্বাচন করবেন মে

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আগামী জাতীয় নির্বাচনে আরেক মেয়াদের জন্য নির্বাচন করতে চান। স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন কনজার্ভেটিভ দলের নেতা হিসেবে তিনি প্রতিদ্ব›িদ্বতা করবেন। তার বর্তমান দায়িত্ব সম্পন্ন করতে অনেক সময়ের প্রয়োজন। এ জন্য তেরেসা বলেন, ব্রিটেনের সামনে দীর্ঘ মেয়াদী চ্যালেঞ্জ রয়েছে। এ জন্য অনেক সময় প্রয়োজন। তিনি বলেন, ব্রেক্সিট প্রক্রিয়াকে সঠিক পথে নিয়ে যেতে হবে আমাদেরকে। ব্রিটিশ জনগণকে একটি সঠিক চুক্তি উপহার দিতে হবে। তার কাছে জানতে চাওয়া হয়েছিলÑ আপনি কি আগামী জাতীয় নির্বাচনে কনজার্ভেটিভ পার্টির প্রার্থী হবেন? জবাবে তিনি বলেন- হ্যাঁ। তিনি বলেন, এ পদে আমার দীর্ঘ সময় প্রয়োজন। গত সপ্তাহে রিপোর্ট প্রকাশ হয় যে, ২০১৯ সালের ৩০ শে আগস্ট প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেবেন থেরেসা মে। এমন রিপোর্টকে প্রত্যাখ্যান করেছে প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিট। তিনি এখন আরো ৫ বছরের জন্য ক্ষমতার মেয়াদ বাড়ানোর যে কথা বলেছেন এতে তার অনেক এমপি বিস্মিত হতে পারেন। এখন থেকে মাত্র দু’মাস আগে দ্য সান পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন অন্যকথা। কনজার্ভেটিভ পার্টির প্রধান হিসেবে আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে অস্বীকৃতি জানান তিনি। অপর এক খবরে বলা হয়, প্রতিরক্ষা সম্পর্ক, সাইবার নিরাপত্তা এবং সন্ত্রাসবিরোধী যুদ্ধে যৌথভাবে কাজ করার জন্য জাপানের সঙ্গে প্রতিশ্রæতিবদ্ধ হয়েছে যুক্তরাজ্য। গত বৃহস্পতিবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকও করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে সৃষ্ট নিরাপত্তা শঙ্কায় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করেন তিনি। জাতীয় নিরাপত্তা বিষয়ক বৈঠকের পূর্বে জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইতসুনোরী ওনোদেরার সঙ্গে ইজুমু হেলিকপ্টারে চড়ে ঘটনাস্থলে পৌঁছান থেরেসা মে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী ওনোদেরাকে থেরেসা বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে আমাদের ক্রমবর্ধমান পারস্পরিক সহযোগিতা এবং অংশীদারিত্বের অংশ হিসেবে আমার আজকের এই ভ্রমণ। মে’র সঙ্গে শিনজো আবে যৌথ নিরাপত্তার ব্যাপারে একমত হয়েছেন। এছাড়া ব্রিটিশ সেনাদের জাপানের মাটিতে অনুশীলনেরও পরিকল্পনা রয়েছে। ২০২০ সালে অলিম্পক গেমসে যেনো কোনো রকম সাইবার কিংবা জঙ্গি হামলা না হয়, সে দিকেও খেয়াল রাখার ব্যাপারে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। জাপানের উপর দিয়ে গত মঙ্গলবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে ইতোমধ্যেই বিশ্বনেতারা নিন্দা করেছেন। যদিও দীর্ঘ সময় ধরে জাপানের আকাশ দিয়ে ওই ক্ষেপণাস্ত্র উড়ে গেলেও তা ভূপাতিত করার চেষ্টা করা হয়নি। উত্তর কোরিয়ার উপর আগে থেকেই জাতিসংঘ বারবার নিষেধাজ্ঞা, সতর্কতা জারি করেছে। তার পরেও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে দেশটি। কিমের দেশের ব্যাপারে পরবর্তী নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারেও থেরেসা মে এবং শিনজো আবে কথা বলেছেন। বুধবার জাপানে অবস্থানকালে উত্তর কোরিয়ার উপর আরও চাপ প্রয়োগের জন্য চীনের প্রতি অনুরোধ জানিয়েছেন থেরেসা মে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ