Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা ও ওষুধ সরবরাহে গাফিলতি সহ্য করা হবে না : নাসিম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বন্যা দুর্গত অঞ্চলে চিকিৎসা ও ওষুধ সরবরাহে কোনো গাফিলতি সহ্য করা হবে না। তিনি বলেন, মেডিকেল টিমগুলোকে দুর্গত এলাকার আশ্রয় কেন্দ্রসমূহে নিয়মিত পরিদর্শন করতে হবে। সম্ভব হলে বাড়ি বাড়ি যেয়ে সেবা দেওয়ার উদ্যোগ নিতে হবে। তিনি জানান, ইতোমধ্যে প্লাবিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ পর্যাপ্ত পরিমানে পাঠানো হয়েছে। আরো ওষুধ মজুদ আছে। সেবা প্রদানে বিচ্যুতির কোনো অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসক দলগুলোর সেবা কার্যক্রম স্বাভাবিক অবস্থা ফিরে না আসা বন্যা পরবর্তী সময়েও চলবে।
গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় স্বাস্থ্য কাউন্সিলের প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্বকালে তিনি একথা বলেন। সভায় জানানো হয়, বন্যা প্লাবিত ১২৩টি উপজেলায় সরকারের ৩ হাজার ৪৭টি মেডিকেল টিম কাজ করছে। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীর আহ্বানে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের আয়োজনে পৃথক পৃথক চিকিৎসক দলও দুর্গতদের চিকিৎসার্থে কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেলেও বন্যার কারণঘটিত অন্য কোনো রোগের প্রাদুর্ভাব ঘটেনি বলে সভায় জানানো হয়।সভায় জাতীয় কাউন্সিলের জন্য নির্ধারিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ২০১৪ সালে অনুষ্ঠিত কাউন্সিলে গৃহীত বিভিন্ন নির্দেশনা ও কর্মসূচির অগ্রগতি সম্পর্কেও সভায় পর্যালোচনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা সিকদার, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক মো. আসাদুল ইসলাম, বিএমএ মহাসচিব প্রফেসর ডা. ইহতেশামুল হকসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ