মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সীমান্তবর্তী সড়কপথ নির্মাণ নিয়ে চীন-ভারত উত্তেজনা দেখা দিয়েছে। কারণ, ডোকলাম সমস্যা নিরসন না হওয়া পর্যন্ত সীমান্তে নির্মাণাদি স্থগিত থাকবে বলে সিদ্ধান্ত হলেও ভারব তা মানছে না। এ নিয়েই দু’দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবরে বলা হয়, ডোকলাম প্রসঙ্গে শান্তির কথা শোনা গিয়েছিল চীনের পক্ষ থেকে দু’দিন আগেই। তখন তারা বলেছিল, বেইজিং শান্তি ভালবাসে। কিন্তু ওই দিনই ফের তারা হুঁশিয়ারি দিলÑ ভারত যা করছে, তাতে সমস্যার কোনও সমাধান হবে না। এবার তাদের অভিযোগ ভারতের সীমান্তবর্তী সড়কপথ তৈরি নিয়ে। প্যাংগং লেকের ধারে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে ২০ কিলোমিটার দীর্ঘ সড়ক তৈরি করছে নয়াদিল্লি। গত বৃহস্পতিবার একটি রিপোর্টে চীন দাবি করেছে, ওই প্রকল্প চলতে দিয়ে দিল্লি আসলে নিজের গালেই চড় মারছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং এ দিন বলেন, ভারত তো নিজের গালেই চড় মারছে। চিনের সড়কপথ তৈরিকে অনুকরণ করছে ওরা। কিন্তু তাতে একটা কথা প্রমাণ হয়ে গিয়েছে, ভারত বলে এক, করে আর এক। কী রকম? চুনইংয়ের বক্তব্য, ভারত-চীন সীমান্তের পশ্চিম অংশ এখন নিশ্চিত নয়। দু’পক্ষই কিন্তু রাজি হয়েছিল, যত দিন না ডোকলাম সংঘাত মিটছে, সীমান্ত সমস্যা নিয়ে শান্তি ও স্বচ্ছতা বজায় রাখা হবে। ভারত ওই সড়ক নির্মাণ করে এলাকার শান্তি ও স্থিতাবস্থা ভঙ্গ করছে।
অপর এক খবরে বলা হয়, কোন ধরনের প্রতিবন্ধকতাই চীনের বিমান বাহিনীকে দীর্ঘ পরিসরের মহড়া থেকে বিরত করতে পারবে না বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। চীনের আরেকটি বিমান মহড়ার ঘোষণা তাইওয়ান ও জাপানকে উদ্বিগ্ন করে তুলেছে। গত বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা দীর্ঘ পরিসরে বিমান মহড়া চালিয়েছে, তবে মহড়ার স্থান বা মহড়া সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিবৃতিতে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক আইন ও চর্চা অনুসারে এ ধরনের সাধারণ মহড়া যুদ্ধ করার সক্ষমতা এবং শক্তি বৃদ্ধির জন্য স্বাভাবিক প্রয়োজনেরই অংশ। কি ধরনের বাধা আসবে সেটা কোন বিষয় নয়, চীনের বিমান বাহিনী পূর্বের মতই মহড়া চালিয়ে যাবে; আমাদের সাথে কারা উড়বে সেটাও কোন বিষয় নয়, চীনের বিমান বাহিনী স্বাভাবিকভাবেই তাদের মহড়া চালাবে। গত কয়েক মাস যাবত চীন তাইওয়ানের কাছাকাছি এবং জাপানের দক্ষিণাংশ ঘেঁষে বেশ কিছু মহড়া চালিয়েছে। উল্লেখ্য চীন তাইওয়ানকে নিজেদের ভৌগোলিক অংশ বলে দাবি করে। চলতি মাসের শুরুতে তাইওয়ানের সামরিক বাহিনী জানায়, চীনের বিমান বাহিনী তিন দিনের মহড়া পরিচালনা করায় দেশটিতে রাষ্ট্রীয় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সিনহুয়া, এনডিটিভি, এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।