Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী কারাগারে গুজমান

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দুইবার জেল থেকে পালানো কুখ্যাত মাদক সম্রাট হোয়াকিন গুজমান এল শ্যাপোকে যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী একটি কারাগারে স্থানান্তর করেছে মেক্সিকো কর্তৃপক্ষ। এই স্থানান্তর গুজমানকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের পূর্বাভাস বলে ধারণা করা হলেও মেক্সিকোর কর্মকর্তারা বলেছেন, হস্তান্তরের জন্য নয় বরং নিরপত্তার খাতিরে কারাবন্দিদের নিয়মিত স্থানান্তরের অংশ হিসেবেই তাকে কিউদাদ হুয়ারেজের কাছের একটি কারাগারে নেয়া হয়েছে। সিনালোয়া ড্রাগ কার্টেলের প্রধান গুজম্যান এল শ্যাপো বা পিচ্চি নামেও পরিচিত। গত বছর জুলাইয়ে মেক্সিকো সিটির নিকটবর্তী আল্টিপ্লানো কারাগার থেকে প্রায় দেড় কিলোমিটার লম্বা সুড়ঙ্গ খুঁড়ে দ্বিতীয়বারের মত জেল থেকে পালান গুজম্যান। ছয়মাস পর জানুয়ারিতে আবারও তাকে আটক করে পুলিশ। মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড তালিকায় গুজমানের নাম রয়েছে। মেক্সিকো তাকে যুক্তরাষ্ট্রের কাছে সমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী কারাগারে গুজমান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ