পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলাম, কৃষ্টি এবং দেশ রক্ষার জন্য দেশের ইসলামী দলগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, দেশের ইসলামী দলগুলোর মধ্যে একতা নেই। আমাদের একত্রিত হতে হবে। সামনে বিরাট পরীক্ষা, ভয়ঙ্কর বিপদ। যদি বাঁচতে হয় সবাইকে এক হতে হবে। উদ্দেশ্য একটাই- ইসলাম, কৃষ্টি এবং দেশ রক্ষা করা। গতকাল সামবার রাজধানীর জাপার বনানীর কার্যালয়ে জাতীয় ওলামা পার্টি আয়োজিত ‘ইসলাম, মুসলিম বিশ্ব ও আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজ আমাদের সন্ত্রাসী বলা হয়, জঙ্গি বলা হয়; কী কারণে জঙ্গি হলাম আমরা? আমরা তো আগে জঙ্গি ছিলাম না, আমার সময়ে তো কোনো সন্ত্রাসী-জঙ্গি ছিল না। তবে আজ কেন বলা হচ্ছে? আমরা কোথায় আছি?
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, জাতীয় ওলামা পার্টির নেতা ক্বারি মোঃ হাবিবুল্লাহ বেলালী প্রমুখ।
বর্তমানে দেশ মধ্যম আয়ের দেশ হওয়ার দিকে এগিয়ে চলছে সরকারের এ দাবির কঠোর সমালোচনা করে এরশাদ বলেন, সরকার যখন মধ্যম আয়ের দেশ দাবি করে তখন মানুষ মুখ টিপে টিপে হাসে। আপনারাতো গ্রামে যান না। দেখে আসেন গ্রামের মানুষের কি অবস্থা। অর্থনৈতিক ভাবে দেশ মধ্যম আয়ের হয়ে থাকলে মানুষ কাজের সন্ধানে জীবনের ঝুকি নিয়ে সাগর পাড়ি দিত না। দেশে কাজ নেই; তারা বাধ্য হয়ে তাদের বিদেশ যেতে হয় কাজের সন্ধানে। সরকার দাবি করছে দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। তাই চালের দাম বাড়লেও মানুষের কষ্ট হচ্ছে না। গ্রামে ঘুরে মানুষের চিত্র দেখলে বোঝা যায় মানুষের ক্রয় ক্ষমতা কোন পর্যায়ে। যিনি বিদেশ থেকে পচা গম আমদানী করেন তিনি এখনো মন্ত্রী থাকেন কেমন করে?
বন্যাদুর্গত এলাকায় খাদ্যাভাব রয়েছে অভিযোগ করে খাদ্যমন্ত্রীর সমালোচনা করে এরশাদ বলেন, খাদ্যমন্ত্রী বলেছেন- ৫৬ টাকা চাল হয়েছে তো কী হয়েছে? মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। বাংলাদেশের মাথাপিছু আয় ১৬শ ডলার থাকেন তো ঢাকায়, ঢাকার বাইরে গিয়েছেন কখনো? দেখেছেন মানুষ কি অবস্থায় আছে? ১৯৮৮ এর বন্যায় কেউ না খেয়ে মারা যায় নি। আর এখন ত্রাণের জন্য হাহাকার চলছে।
আসন্ন নির্বাচনে দেশের সকল আলেম-ওলামাদের নিজেদের মধ্যকার ভেদাভেদ ভুলে জাতীয় পার্টির জন্য কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে ইসলামের উন্নতিতে জাতীয় পার্টির শাসনামলে ব্যাপক ভ‚মিকা রেখেছিলাম। আমি শুক্রবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছিলাম। মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল মওকুফ করেছিলাম। ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দিয়েছিলাম।
জন্মাষ্টমী উপলক্ষ্যে আগের দিন হিন্দু স¤প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় উপস্থিত হয়েছিলেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, আমি সা¤প্রদায়িক স¤প্রীতিতে বিশ্বাস করি। শনিবার হিন্দু স¤প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছি। তারা তাদের কষ্টের কথা আমাকে জানিয়েছেন। এই দেশে আইনের শাসন নাই, বাঁচার মত অবস্থা নাই। মানুষের নাভিশ্বাস উঠে গেছে। একমাত্র জাতীয় পার্টিই পারে দেশকে এই অবস্থা থেকে মুক্তি দিতে, দেশে সুশাসন কায়েম করতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।