Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৩ জেলার ফসলি জমি পানিতে

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

২৭ জেলার ৫৭ লাখ ১৮ হাজার বানবাসি মানুষ ক্ষতিগ্রস্থ, ৯৩ জনের মৃত্যু -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়


এবারের বন্যায় এখন পর্যন্ত ৩৩ টি জেলার ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের হিসাবে, এই জমির পরিমান ৪ লাখ ৮৯ হাজার হেক্টর।
অপরদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের তথ্য মতে, এ পর্যন্ত ৬লাখ ১৯ হাজার ৭০৯ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৭ টি জেলার বন্যায় প্রায় ৫৭ লাখ ১৮ হাজার বানবাসি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। এ পর্যন্ত শিশুসহ ৯৩ জন মারা গেছেন। তবে বন্যায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানাতে আরো সময় লাগবে। যদিও প্রাণিসম্পদ অধিদপ্তরের দাবি, গবাদীপশুর খুব একটা ক্ষতি হয়নি। কৃষিবিজ্ঞানীরা বলছেন, বন্যার ক্ষতি পুষিয়ে নিতে হলে, আগাম ও স্বল্পমেয়াদী ফসল আবাদ করতে হবে।
অতিবৃষ্টি আর উজানের ঢলে প্রতিবছর নদীর তীরবর্তী এলাকা বানে ভাসলেও এবার বাদ পড়েনি দেশের সবচেয়ে উচু এলাকাগুলোও। এবারের ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে রংপুর, রাজশাহী, সিলেট, ঢাকা, ময়মনসিংহ বিভাগের দেশের ৩৩ টি জেলা। কৃষিস¤প্রসারণ অধিদপ্তরের সবশেষ হিসাব বলছে, ৩৩ জেলার মোট আবাদী জমি ২৬ লাখ ৬০ হাজার হেক্টর হলেও এবারের বানে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৯০ হাজার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে রোপা আমনের জমি, ৪ লাখ ৬২ হাজার হেক্টর। এছাড়া ৫হাজার ৩শ’ ২৩ হেক্টরে আমন বীজতলা, শাকসবজি ৮হাজার ৫শ’ ৭০ হেক্টর জমিতে, বোনা আমন ৪হাজার ৪শ’ ৩৯ হেক্টর এবং আউশের ক্ষতি প্রায় ৮ হাজার হেক্টর জমির।
এদিকে, প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, গবাদীপ্রাণীর বন্যা পরবর্তী রোগবালাই নিয়ন্ত্রণে উপজেলা ভিত্তিক চিকিৎসা দল গঠন করা হয়েছে। এরইমধ্যে কাজ শুরু করেছে, তারা। বন্যার পানিতে ডুবে যাওয়া ফসলের ক্ষতি পোষাতে কৃষকদের নানামুখী পদক্ষেপ নেয়ার পরামর্শ কৃষি বিজ্ঞানীদের। আগামী ১৯ আগষ্ট থেকে দেশের মধ্যাঞ্চলে বন্যায় আশংকা করছে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরন কেন্দ্র।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় গতকাল বলেছে, এ পর্যন্ত ২৭ টি জেলার বন্যায় প্রায় ৫৭ লাখ ১৮ হাজার বানবাসি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। এ পর্যন্ত শিশুসহ ৯৩ জন মারা গেছেন।
অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় এক আন্তঃমন্ত্রণালয় জরুরি বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল এসব তথ্য জানান। উচ্চ পর্যায়ের এ সভায় দুর্যোগ ব্যবস্থাপনা সচিব সভাপতিত্ব করেন। মন্ত্রণালয়ের বৈঠক শেষে জানানো হয়, বন্যার কারণে এপর্যন্ত ১৪ জেলায় মারা গেছে ৯৩ জন। এছাড়া ৩১ কি.মি. রাস্তা সম্পূর্ণ ও ২ হাজার ৭৮৯ কিলোমিটার রাস্তা আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। ৩৫ কি.মি. বাঁধ সম্পূর্ণ ও ২৮৯ কি.মি. আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। ৫ লাখ ৩১ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এ সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • শাহে আলম ২০ আগস্ট, ২০১৭, ১১:০৩ এএম says : 0
    এই পরিস্থিতিতে সরকারকে এই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ