পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায়ে ‘ফাদারস অব দ্য নেশন’ বলতে প্রধান বিচারপতি কী বুঝিয়েছেন তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, আমাদের জাতির পিতা একাধিক নয়, আমাদের জাতির পিতা একজন।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ এই আলোচনার আয়োজন করে। হানিফ বলেন, মাননীয় বিচারপতি কোন গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে আপনি এই ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন তা আমরা জানতে চাই। আপনার এই পর্যবেক্ষণ বাঙালি জাতি কোনদিন মেনে নেবে না। এই পর্যবেক্ষণ আপনাকে বাদ দিতে হবে।
বিচারপতিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, মীমাংসিত বিষয় নিয়ে বির্তক সৃষ্টি করার কোন অধিকার আপনার নেই। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা এই সব মীমাংসিত বিষয় এইগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করবেন না।
আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাসী ও শ্রদ্ধাশীল এবং বিচারকার্যে কোনো প্রভাব বিস্তার করতে চায় না মন্তব্য করে হানিফ বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের মাধ্যমে সংসদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছেন তাতে আমরা কিছু বলিনি। কিন্তু পর্যবেক্ষণের নামে আপনি যা করেছেন সেক্ষেত্রে আমাদের আপত্তি আছে।
ষোড়শ সংশোধনী মামলার রায়ের পক্ষে অবস্থান নিয়ে বিএনপি জিয়াউর রহমানকে অবৈধ শাসক হিসেবে স্বীকার করে নিয়েছে বলেও মন্তব্য করেন হানিফ। এ জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, অবশেষে আপনারা স্বীকার করলেন যে মেজর জিয়া অবৈধ শাসক ছিলেন। কারণ আপনি ষোড়শ সংশোধনীর মাধ্যমে সংসদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেয়ার রায়কে ঐতিহাসিক হিসেবে ঘোষণা দিয়েছেন। সে রায়ে আরও বলা হয়েছে মেজর জিয়া অবৈধ শাসক ছিলেন। যদি আপনাদের দলনেতা অবৈধ হয় তাহলে তার হাতে গড়া দলটিও অবৈধ হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মফিজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এসএম জাকির হোসাইন, ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।