Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে বিএনপির ত্রাণ কমিটি

| প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বন্যাদুর্গত অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ কমিটি করেছে বিএনপি। গতকাল (বৃহস্পতিবার) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহবায়ক, বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে প্রধান সমন্বয়কারী এবং বিএনপি’র ত্রাণ বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিনকে সদস্য সচিব এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মাহবুবের রহমান শামীম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নজরুল ইসলাম মঞ্জু, আসাদুল হাবিব দুলূ, ডা: শাখাওয়াত হাসান জীবন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহানা শিরিন, শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক, সহ-ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলি এবং কেন্দ্রীয় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদককে সদস্য করে কেন্দ্রীয় ত্রাণ কমিটি গঠন করা হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন-দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিলকিস জাহান শিরিন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, আলহাজ্ব মোঃ আব্দুল আউয়াল খান, হারুন অর রশীদ, মাহবুবুল হক নান্নু, জয়ন্ত কুমার কুন্ডু, খন্দকার মাশুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির প্রমূখ। সভায় বন্যাদুর্গত মানুষের দুর্দশা লাঘবে সরকারের চরম ব্যর্থতায় নিন্দা জ্ঞাপন করা হয় এবং অবিলম্বে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জোর আহবান জানানো হয়। সভায় বন্যা উপদ্রুত এলাকায় বেশকিছু মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
এছাড়া বিভাগীয় পর্যায়ে ত্রাণ বিতরণের জন্য পৃথক কয়েকটি কমিটি করা হয়। এর মধ্যে ঢাকা বিভাগের আহবায়ক করা হয়েছে যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রধান সমন্বয়কারী সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সদস্য শহীদুল ইসলাম বাবুল, জালাল উদ্দিন মজুমদার, জয়ন্ত কুমার কুন্ডু, শামসুজ্জামান সুরুজ, মোরতাজুল করিম বাদরু, নুরুল ইসলাম নয়ন। রংপুর বিভাগের আহবায়ক চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, প্র্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু, সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, হারুন অর রশীদ হারুন, আমিরুজ্জামান খান শিমুল, আমিনুল ইসলাম। রাজশাহী বিভাগের আহŸায়ক হারুনুর রশীদ, প্রধান সমন্বয়কারী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকা, সৈয়দ শাহীন শওকত, মাহবুবুল হক নান্নু, আনিসুর রহমান তালুকদার খোকন, আব্দুল মতিন, আবু বকর সিদ্দিক। সিলেট বিভাগের আহবায়ক প্রফেসর ডা: এ জেড এম জাহিদ হোসেন, প্রধান সমন্বয়কারী ডা: সাখাওয়াত হাসান জীবন, সদস্য দিলদার হোসেন সেলিম, কলিম উদ্দিন মিলন, মোস্তাক মিয়া, খন্দকার মাশুকুর রহমান, হাসান মামুন, শেখ মোহাম্মদ শামীম। ময়মনসিংহ বিভাগের আহŸায়ক মজিবুর রহমান সরোয়ার, প্রধান সমন্বয়কারী সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সদস্য মো: আব্দুল আউয়াল খান, সেলিমুজ্জামান সেলিম, আব্দুল বারী ড্যানী, হায়দার আলী লেলিন, ওমর ফারুক শাফিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ