Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহকালে শাহবাগে ইমরানের ওপর হামলা

| প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহকালে শাহবাগে ছাত্রলীগের হামলায় রক্তাক্ত হয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইমরানকে পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এঘটনায় তিনি শাহবাগ থানা মামলা করতে গিয়েছেন।
গণজাগরণ মঞ্চের কর্মীরা জানান, ইমরান এইচ সরকারসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা জাতীয় জাদুঘরের সামনে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছিলেন। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে এলে বাগবিতন্ডা হয়। এসময় জিয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমনের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মী হকিস্টিক ও লাঠিসোটা দিয়ে ইমরানসহ বেশ কয়েকজনকে পিটিয়ে রক্তাক্ত করে।
ইমরান এইচ সরকার বলেছেন, ‘আমরা বন্যার্তদের জন্য ত্রাণসহায়তা সংগ্রহ করছিলাম। কিছু বুঝে ওঠার আগে আচমকা একদল তরুণ লাঠিসোঁটা নিয়ে আমাদের দিকে তেড়ে আসেন ও মারধর করেন। তারা চিৎকার করে বলতে থাকেন, দেশের কোথাও কোনো বন্যা নেই। তোরা ইচ্ছা করে বন্যার গল্প বানাইছিস।’
স্থানীয়রা জানান, হামলার সময় ইমরান এইচ সরকারের সঙ্গে থাকা লোকজন ও সাধারণ জনতা দুর্বৃত্তদের পাল্টা ধাওয়া দেন। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু দুষ্কৃতকারী হঠাৎ করেই হামলা করে। এসময় তারা বলতে থাকে, কিসের বন্যা দেশে কোনো বন্যা নেই, এই বলে পাথর ও লাঠিসোঁটা নিয়ে হামলা শুরু করে।
এ প্রসঙ্গে জিয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন বলেন, ঘটনাস্থলে আমি ছিলাম না। আমি সিনেটে প্রোগ্রামে ছিলাম। তবে যেহেতু ইমরান এইচ সরকার দেশরত্ম শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেছে সেহেতু সাধারণ শিক্ষার্থীরা এমন করতে পারে।
গণজাগরণ মঞ্চের এক কর্মী জানান,এ ঘটনায় শাহবাগ থানা অভিযোগ দেয়া হয়েছে। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত (রাত সাড়ে ৯টায়) থানা কোন মামলা হয়নি।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানিয়েছেন, ইমরান এইচ সরকার বা অন্য কেউ কোন ধরনের অভিযোগ দেয়নি। তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ