Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাত্র ৬৫, পাত্রী ১৬ বিয়ে নাকি বিক্রি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

পাত্রীর বয়স ১৬ বছর। পাত্র ৬৫ বছরের। ভারতের হায়দরাবাদের এক বালিকাকে বিয়ে দেয়া হয়েছে ওমানের নাগরিক আহমেদ (৬৫) এর সঙ্গে। তারপর পাত্র ওই বালিকাকে নিয়ে গিয়েছেন ওমানের মাস্কটে। এদিকে পাত্রীর মা অভিযোগ করেছেন, তার মেয়েকে ৫ লাখ রুপিতে বিক্রি করে দিয়েছে তার ননদ ও ননদের স্বামী। এখন তিনি মেয়েকে মাস্কট থেকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। বালিকার মা সাইদান্নিসার বসবাস নওয়াজ সাহেব কুন্তা এলাকায়। তিনি গত বুধবার পুলিশের কাছে একটি অভিযোগ দিয়ে মেয়েকে ফেরত চেয়েছেন। এতে তিনি নিজের ননদ গাউসিয়া ও ননদ-জামাই সিকান্দারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। অপর দিকে খবরে বলা হয়, ওমানে গেলে মেয়েটি কেমন বিলাসবহুল দিন কাটানো যাবেÑ ফুফা সিকান্দার এ সংক্রান্ত একটি ভিডিও দেখায় সাইদান্নিসার মেয়েকে। এতে বিগলিত হয় বালিকা। পরবর্তীতে হায়দরাবাদের বারকাস এলাকায় একটি হোটেলে তাকে নিয়ে সিকান্দার একজন কাজী দিয়ে বিয়ে পড়িয়ে দেয়। বিয়ের পর আহমেদ স্থানীয় একটি হোটেলে তার নববধূকে নিয়ে কাটিয়ে দেয় চারদিন। এরপরে ওই নববধূ তার ফুফা সিকান্দারের বাড়ি তিগালকুন্তায় চলে যায়। অন্যদিকে ওমানের ওই নাগরিক ভারত ছেড়ে যায়। এরপর সিকান্দার নিজে নিজেই পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র তৈরি করে নববধূকে পাঠিয়ে দেয় ওমানে। পরে ওমানের ওই আহমেদ বলেছেন, তিনি সাইদান্নিসার মেয়েকে কিনে নিয়েছেন ৫ লাখ রুপি দিয়ে। আর এই অর্থ পরিশোধ করা হয়েছে সিকান্দারের কাছে। টাইমস অফ ইনডিয়া।



 

Show all comments
  • আজিজ ১৮ আগস্ট, ২০১৭, ৩:০৮ এএম says : 0
    বিষয়টি তদন্ত করে দেখা উচিত।
    Total Reply(0) Reply
  • milon khan ১৮ আগস্ট, ২০১৭, ১০:৪৮ এএম says : 0
    lov mamus k ses er dike nia jasse
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ