পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংক্রান্ত মামলার শুনানিকালে অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেছেন, শুনলাম, আপনি জাতীয় সংসদ নির্বাচন করছেন, তাই তো এলাকায় যান। আপনি তো এলাকায় প্রশাসনের সঙ্গে আপস করে চলছেন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংক্রান্ত মামলার শুনানি জন্য রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১০ অক্টোবর পর্যন্ত বৃদ্ধির আদেশ দেন আপিল বিভাগ। গতকাল বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম।
আদালতে শুনানিকালে অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলার শুনানির প্রস্তুুতির জন্য সময় প্রয়োজন। জবাবে প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে বলেন, আমি আপনাকে একটা তালিকা দেব। সিআরপিসির সঙ্গে এর কয়েকটি ধারা সাংঘর্ষিক। এগুলো ঠিক হওয়া উচিত। আমরা আইনের বাইরে বিচার করব না। আইনের অধীনেই বিচার করব। এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, এখনো কারেন্ট জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। মোবাইল কোর্ট বন্ধ হলে সমস্যা তৈরি হবে। মোবাইল কোর্ট তো বেশকিছু ভালো কাজ করেছে। কারেন্ট জালের বিরুদ্ধে তাদের কাজ প্রশংসিত হয়েছে। কিন্তু এখনও কারেন্ট জাল বন্ধ হয়নি। পরে প্রধান বিচারপতি বলেন, কেন আমরা তো আদেশ দিয়ে বন্ধ করে দিয়েছি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তৎপর না হয় তাহলে আমাদের কী করার আছে? এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, আমার বাড়ি পদ্মার পাড়ে। আমি তো এখনো দেখি, কারেন্ট জাল দিয়ে মাছ ধরা হচ্ছে।
প্রধান বিচারপতি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তৎপর না হলে আমাদের কী করার আছে। আমি শুনলাম, আপনি আপনার এলাকায় (মুন্সিগঞ্জে) নির্বাচন করছেন, তাই তো এলাকায় যান। আপনি তো এলাকায় প্রশাসনের সঙ্গে আপস করে চলছেন। জবাবে অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে আর কোন কথা বলেননি।
এসময় প্রধান বিচারপতি আরো বলেন, আমরা তো ইলিশের গন্ধ পাই না। যত তাড়াতাড়ি নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা মামলার কার্যক্রম নিষ্পত্তি করবেন ততই সরকারের লাভ। এ সময় অ্যাার্টনি জেনারেল পুনরায় সময় আবেদনের পর আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত হাইকোর্টের দেয়া আদেশ ১০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন। এর আগে গত ১ আগস্ট হাইকোর্টের দেয়া রায় আরো দুই সপ্তাহ স্থগিত করেন আপিল বিভাগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।