পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনামুক্ত হয়ে সপ্তাহের প্রথম কার্যদিবসেই দৈনন্দিন বিচার কার্যক্রমে অংশ নিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গতকাল রোববার সকালে ৬ সদস্যের আপিল বিভাগীয় বেঞ্চ বসেন। এতে নেতৃত্ব দেন প্রধান বিচারপতি। বিচার কার্যক্রমের শুরুতে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল প্রধান বিচারপতির উদ্দেশে বলেন, আপনি সুস্থ হয়েছেন, বিচার কার্যক্রমে ফিরে এসেছেন, এতে আমাদের খুব ভালো লাগছে। আমরা আপনার সুস্থতার জন্য দোয়া মাহফিল করেছি। এ সময় সিনিয়র অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী বলেন,আমরা আপনার সুস্থতার জন্য দোয়া করেছি। জবাবে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন,আপনাদেরসবার দোয়ায় সুস্থ হয়েছি। এ সময় সবাইকে ধন্যবাদ জানান প্রধান বিচারপতি। পরে আপিল বিভাগের কার্যতালিকা অনুযায়ী বিচারকার্যক্রম শুরু হয়। এর আগে গত ১৯ জানুয়ারি রাত থেকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর করোনা শনাক্ত হয়। তৎক্ষণাৎ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি হন। এর আগের দিন ১৮ জানুয়ারি করোনায় আক্রান্ত একই হাসপাতালে ভর্তি হন প্রধান বিচারপতির স্ত্রী। ২৫ জানুয়ারি করোনামুক্ত হয়ে স্ত্রীসহ প্রধান বিচারপতি বাসায় ফেরেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।