Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি মো. হাসান ফয়েজ সিদ্দিকী। নতুন বছরের প্রথম দিন গতকাল শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে নবনিযুক্ত প্রধান বিচারপতি সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। পরে জাতীয় স্মৃতি সৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন
সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, প্রধান বিচারপতির সফরসঙ্গী হিসেবে ছিলেন আপিল বিভাগের বিচারকরা এবং সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও শ্রদ্ধা নিবেদন শেষে সৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করে বেলা ১২টা ১০ মিনিটে সাভারের জাতীয় সৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।
প্রসঙ্গত, গত শুক্রবার দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বঙ্গভবনের দরবার হলে প্রেসিডেন্টের মো. আব্দুল হামিদের কাছ থেকে নতুন দায়িত্বের শপথ নেন তিনি। পরে নিয়ম অনুযায়ী শপথনামায় স্বাক্ষর করেন তিনি। এসময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ