পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিভিন্ন মামলায় আসামিদের আগাম জামিন শুনানির ব্যবস্থা নিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের প্রতি অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল। গতকাল বুধবার বিকেলে টেলিফোনে তিনি প্রধান বিচারপতিকে এ অনুরোধ জানান।
পরে ব্যারিস্টার কাজল এ বিষয়ে বলেন, বিকেলে প্রধান বিচারপতিকে আমি টেলিফোন করেছিলাম। এ সময় আগাম জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের পৃথক বেঞ্চ দিতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছি। আমি বলেছি সাধারণ মানুষ নানাভাবে হয়রানি হচ্ছেন। এ কারণে আগাম জামিনের পথটা খোলা রাখা জরুরি।
এছাড়া ভার্চুয়ালি সবগুলো বেঞ্চ খুলে দেয়ার কথা বলেছি। জবাবে প্রধান বিচারপতি বলেছেন, আমি তো এককভাবে কোনো সিদ্ধান্ত নিই না। বৃহস্পতিবার (৫ আগস্ট) ফুলকোর্ট মিটিংয়ে বিচারপতিদের সঙ্গে আলোচনা করে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।
সুপ্রিম কোর্ট বারের সম্পাদক বলেন, প্রধান বিচারপতিকে জানিয়েছি, আদালত খোলার সুবিধার্থে আইনজীবীদের করোনা টিকা দিতে আলাদা বুথ স্থাপনে আমরা উদ্যোগ নিয়েছি। প্রধান বিচারপতিও আমাকে বলেছেন, সুপ্রিম কোর্টের প্রায় ৯০ শতাংশ কর্মকর্তা-কর্মচারীর প্রথম ডোজ টিকা নেয়া সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত: করোনা রোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে অতি জরুরি বিষয় শুনানির জন্য হাইকোর্টের তিনটি বেঞ্চে বিচারকাজ চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।