Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুকে অবমূল্যায়ন করা হয়েছে, রিভিউ করা হবে -অ্যাটর্নি জেনারেল

ষোড়শ সংশোধনী বাতিলের রায়

| প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ষোড়শ সংশোধনীর বাতিলের রায়ের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, এই রায়ে বঙ্গবন্ধুকে অবমূল্যায়ন করা হয়েছে। রায়ের বিরুদ্ধে রিভিউ অথবা এক্সপানশনের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে যত দ্রুত সম্ভব আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও জানিয়েছেন তিনি। শনিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে ও অন্য আরেকটি অনুষ্ঠানে শিক্ষার্থীদর মাঝে বই বিতরণ সময় তিনি এসব কথা বলেন।
সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে ষোড়শ সংশোধনীর রায় প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, এই রায়ে বঙ্গবন্ধুকে অবমূল্যায়ন করা হয়েছে। এটা সারাদেশের মানুষের মনে প্রচন্ড আঘাত দিয়েছে। একদিন না একদিন রায় থেকে এসব বিষয় বাদ যাবে বলেও মন্তব্য করেন তিনি।
বই বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে নারকীয়ভাবে হত্যা কারবালার ইতিহাসকেও হার মানায়। মানুষ যখন কারবালার ইতিহাস শোনে, তখন কাঁদে। বঙ্গবন্ধুর আত্মজীবনী যখন পড়বে, জানবে; তখন মানুষ এমনি করে কাঁদবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ষোড়শ সংশোধনী

৫ নভেম্বর, ২০১৭
১৪ সেপ্টেম্বর, ২০১৭

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ