Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপার কাপে সুপার রিয়াল

| প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের পার্থক্য নিয়ে ম্যাচের আগেই কথা বলেন হোসে মরিনহো। দুই চ্যাম্পিয়নকে নিয়ে অনুষ্ঠিত উয়েফা সুপার কাপের ফাইনালেই তার প্রমাণ পাওয়া গেল। বিশ্বের অন্যতম সেরা দুই দলের পার্থক্যও যেন তাতে ফুঁটে উঠল স্পষ্ট। মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ।
কখনো কখনো স্কোরলাইন ম্যাচের আসল চিত্রের কথা বলে না। পরশু রাতে মেসিডোনিয়ায় অনুষ্ঠেয় এই ম্যাচের স্কোরলাইনের ক্ষেত্রে সেটাই প্রযোজ্য। বিশ্বের সবচেয়ে দুই ঐতিয্যবাহী দল হলেও ম্যানচেস্টারের চেয়ে রিয়াল কতটা এগিয়ে তা তারা যেন দেখিয়ে দিতে চাইল চোখে আঙ্গুল দিয়ে। তাও আবার তাদের প্রধান অস্ত্র ব্যবহার না করেই। ২০১৫ সালের জানুয়ারির পর এই প্রথম বেঞ্চে বসে থাকতে দেখা গেল ক্রিশ্চিয়ানো রোনালদোকে। যখন সাবেক ক্লাবের বিপক্ষে যখন মাঠে নামেন তখন ম্যাচের ভাগ্য লেখা হয়ে গেছে। ৮৩তম মিনিটে মাঠে নেমে ও ৭ মিনিট যোগ করা সময় পেয়েও স্কোরলাইনে কোন পরিবর্তন আনতে পারেননি পর্তুগিজ তারকা।
তাতে অবশ্য উয়েফা সুপার কাপের ২৭ বছরের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া আটকে থাকেনি রিয়ালের। সব মিলে এটি তাদের চতুর্থ শিরোপা। তাদের চেয়ে বেশি এই শিরোপা জিতেছে কেবল বার্সেলোনা ও এসি মিলান, পাঁচটি করে।
তার আগেই ২৪তম মিনিটে কারবাহাল ও ৫২তম মিনিটে ইস্কোর গোলে ম্যাচের ভাগ্য নিজেদের অনকূলে নিয়ে নেয় লস বø্যাঙ্কোসরা। কারবাহাল স্কোরবের্ডে নাম লেখাতে পারতেন দশম মিনিটেই, কিন্তু বার কাঁপিয়ে ফিরে আসে তার শট। দ্বিতীয়ার্ধে গ্যারেথ বেলের বাড়ানো বল থেকে ব্যবধান বাড়ান ইস্কো, যে বেলকে দলে ভেড়ানোর ব্যাপারে ২৪ ঘন্টা আগেই কথা বলেছিলেন মরিনহো। কাল অবশ্য মরিনহো জানান বেলকে নিয়ে চলমান ‘খেলা শেষ’।
বেল-বেনজেমারা একের পর এক আক্রমনে রেড ডেভিলদের রক্ষণ তটস্থ করে রাখলেও সহজতম সুযোগ পায় কিন্তু ম্যান ইউ। ২-০ গোলে পিছিয়ে পড়ার মিনিটপূর্তীর আগেই গোলরক্ষকের কাছ থেকে ফিরে আসা বল ফাঁকায় পেয়েও জালে পাঠাতে পারেননি রোমেলু লুকাকু, যাকে ৭৫ মিলিয়ন পাউন্ড ব্যয় করে দলে ভিড়িয়েছে ওল্ড ট্রাফোর্ডের দলটি। ১০ মিনিট পর অবশ্য তার গোলেই ব্যবধান কমায় ম্যান ইউ।
ক্লাব ক্যারিয়ারের অধরা শিরোপাটি আবারো হাতছাড়া হলো মরিনহোর, সেটাও সাবেক ক্লাবের কাছে হেরে। এর আগে চেলসি (২০১৩), তারও আগে এফসি পোর্তোর (২০০৩) হয়ে সুযোগ হয়েছিল ট্রফিটি ছুঁয়ে দেখার। তিনিই একমাত্র কোচ যিনি তিনটি উয়েফা সুপার কাপে হেরেছেন। রিয়ালের মত দলের কাছে হারে অবশ্য অক্ষেপ নেই মরিনহোর। ম্যাচ শেষে তার কথায় সেটাই বোঝা গেল, ‘আমরা এমন একটা দলের বিপক্ষে খেলেছি যাদের অসাধারণ খেলোয়াড় রয়েছে। তাছাড়া শেষ সময় পর্যন্ত আমরা ম্যাচের ফল নিয়ন্ত্রণে রেখেছিলাম।’
ওদিকে জিনেদিন জিদান যেন স্বপ্নের ভেলার সওয়ারীই হয়ে আছেন। মাত্র ১৯ মাস দলের দায়ীত্বে এসে দলকে জিতিয়েছেন দুটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি লা লিগা, দুটি উয়েফা সুপার লিগ ও একটি ক্লাব বিশ্বকাপ শিরোপা। এখানেই থামছেন না বলে আভাসও দিয়ে রেখেছেন ফরাসি কিংবদন্তি, ‘আমরা খুব ক্ষুধার্ত, আমরা আরো শিরোপা চাই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিয়াল

২১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ