Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন চ্যাপেল

| প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দ্বারে কড়া নাড়ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। র‌্যাংকিংয়ের ঊর্ধ¦-অধোঃ দুই দলের এই লড়াইয়ে একদিকে যেমন আত্মবিশ্বাসী টাইগাররা, তেমনি স্বাগতিকদের মোকাবেলায় প্রস্তুত অজিরাও। তবে স্টিভেন স্মিথদের এই সফর সহজ হবে না বলে অভিমত দিয়েছেন দেশটির সাবেক টেস্ট কিংবদন্তী ইয়ান চ্যাপেল।
দুই টেস্টের এই সিরিজে বাংলাদেশকে হারাতে না পারলে টেস্ট র‌্যাংকিংয়ে আরো নীচে নেমে যাবে অস্ট্রেলিয়া। যা প্রতাপশালী দলটির জন্য সত্যিই লজ্জাস্কর। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে এ বছরের শুরুর দিকে স্টিভ স্মিথের দল ভারত সফর করেছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি। এবার আগামী ২৭ আগস্ট শুরু হওয়া দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে না পারলে র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে নেমে যাবে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে কেবলমাত্র শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং জিম্ববুয়ের উপড়ে থাকবে অজিরা। যা আসন্ন অ্যাশেজ সিরিজে স্মিথের দলের জন্য দারুন প্রভাব ফেলতে পারে।
এমনটা হয়তোবা অস্ট্রেলিয়ার ভাবনাতে নেই। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরমেন্সের কারণে এটা একেবারে অসম্ভবও নয়। সর্বশেষ ২০১১ সালে চিটাগাং টেস্টে অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেস্পি ডাবল সেঞ্চুরি করলেও বাংলাদেশ দল এখন আর সে অবস্থানে নেই। গত বছর নিজ মাঠে ইংল্যান্ডকে হারানো বাংলাদেশকে এখন আর এতো সহজে হারানো সম্ভব নয়। চ্যাপেল সেটা ভালোভাবেই জানেন, ‘বাংলাদেশ সফরটা অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে এবং আমি মনে করছি না দল (অস্ট্রেলিয়া) অন্য কিছু বিশ্বাস করে। তবে অবশ্যই সফরটা খুব সহজ হবে না।’
সদ্য শেষ হওয়া দেনা-পাওনা বিতর্ক খুব বেশি প্রভাব ফেলতে পারবে বলেও মনে করছেন না সাবেক এ তারকা ক্রিকেটার। তিনি বলেন, ‘দেনা-পাওনা বিতর্কের কারণে সফরটা খুব কঠিন হবে তা নয়, এটা কঠিন হবে বাংলাদেশের কন্ডিশনের জন্য এবং গত দেড় বছর বাংলাদেশ সত্যিকারার্থেই যথেষ্ট উন্নতি করেছে।’ তিনি যোগ করেন, ‘এটা একটা কঠিন সফর হবে। বাংলাদেশকে হাল্কাভাবে নেয়ার কোন অবকাশ নেই। আর নিজ মাঠে হলেতো টাইগারদের বিপক্ষে বিশ্বের যে কোন দলকেই নিজেদের সেরাটা দিতে হবে।’
বোর্ডের সঙ্গে চুক্তি না হলে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা বাংলাদেশ সফর বয়কটের হুমকি দিয়ে রেখেছিল। দেনা-পাওনা সমস্যার সমাধান হওয়ার পর এটাই হবে অস্ট্রেলিয়া দলের প্রথম সফর। তাছাড়া চার মাস আগে ভারত সফরে চার টেস্টের সিরিজে পরাজিত হওয়ার পর থেকেই স্মিথ এবং তার দলের অধিকাংশ সদস্য টেস্ট ক্রিকেটের বাইরে আছেন। গত মাসে পূর্বনির্ধারিত দক্ষিণ আফ্রিকা সফরের জন্য অস্ট্রেলিয়া ‘এ’ দলে টেস্ট দলের কতিপয় সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু খেলোয়াড়দের বয়কটের কারণে সে সফর বাতিল হয়ে যায়। দেনা-পাওনা বিতর্ক সম্পর্কে জানতে চাইলে অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেহম্যান স্থানীয় ট্রিপল-এম রেডিওকে বলেন, ‘সমস্যাটা দির্ঘায়িত হোক কোন পক্ষই সেটা চায় না। একজন কোচ হিসেবে আপনিও চাইবেন দ্রæত সমস্যাটা মিটে যাক।’ তিনি বলেন, ‘এখন আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে কিছু ভাল ক্রিকেট খেলা, ভক্তদের আনন্দ দেয়া এবং দলের প্রতি তাদের সমর্থন ফিরিয়ে আনা।’
গত ফেব্রæয়ারীতে ভারত সফরে পুনে টেস্টে একমাত্র জয় ছাড়া এশিয়ার মাটিতে নয় টেস্টে হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। ভাল প্রতিদ্ব›িদ্বতা সত্তে¡ও ভারতের কাছে ২-১ ব্যবধানে হারের লজ্জা পেতে হয়েছিল স্মিথের দলকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ