পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : নগরীর ডবলমুরিং থানার মগপুকুর পাড় এলাকায় চার বছরের এক কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গতকাল (মঙ্গলবার) একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আবু বক্কর সিদ্দিক (৫৫) ওই এলাকার একটি ভবনের কেয়ারটেকার। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম বলেন, শিশুটির পিতার অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। শিশুটির বাবা ক্ষুদে ব্যবসায়ী এবং ওই ভবনের পাশের একটি ভবনে পরিবার নিয়ে থাকেন। তিনি ইনকিলাবকে বলেন, তার মেয়েকে খাবার দেওয়ার লোভ দেখিয়ে ওই কেয়ারটেকার তার কক্ষে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষনের চেষ্টা করে। তার উপর নিপীড়ন চালায়। শিশুটি সেখান থেকে এসে বিষয়টি তার মাকে জানায়। ঘটনা জানাজানি হলে ক্ষুদ্ধ এলাকাবাসি থানায় খবর দেয়। পরে পুলিশ অভিযুক্ত আবু বক্করকে ধরে নিয়ে যায়।
ধর্ষণ মামলার আসামী গ্রেফতার
স্বামীকে বেধে রেখে প্রতিবেশী গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে থাকা এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল নগরীর বায়েজিদ বোস্তামী থানার ফায়ার সার্ভিস এলাকা থেকে খোরশেদ আলম (৩০) নামের ওই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। থানার ওসি মোহাম্মদ মহসিন জানান গ্রেফতার খোরশেদ নগরীর সিঅ্যান্ডবি কলোনির মনা ভান্ডারির ছেলে। তার বিরুদ্ধে ধর্ষণ, চুরি, ছিনতাই, মাদক, মারামারিসহ অন্তত ৭টি মামলা রয়েছে। গত ২৫ মার্চ সিঅ্যান্ডবি কলোনি এলাকায় খোরশেদ তার সহযোগীদের নিয়ে স্বামীকে বেঁধে রেখে এক প্রতিবেশী গৃহবধূকে ধর্ষণ করে ঘরের মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হওয়ার পর থেকে খোরশেদ পলাতক ছিল জানিয়ে ওসি মহসিন বলেন, চুরি, ছিনতাই, মারামারি করা খোরশেদের পেশা। তার বড় ভাইও একটি গণধর্ষণ মামলার আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোরশেদ জানিয়েছে সে হাটহাজারিতে পালিয়ে ছিল। সেখানে একটি বাড়িতে চুরি করে শহরে আসে সে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।