পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা ও মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ দাবি করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, চারদিকে দুর্নীতি আর সন্ত্রাস। ব্যাংকের টাকা লুট এবং বাংলাদেশ ব্যাংক থেকে টাকা লুটপাট করে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সরকার কিছু করছে না। সরকার কথায় কথায় বলে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। আমরা তো দেখি এখন মহাসড়কে শুধু পানি আর পানি। পানি দিয়ে সরকার কি উন্নয়ন করছে, তা তো দেশের মানুষ হারে হারে টের পাচ্ছে। গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির যৌথসভায় তিনি একথা বলেন। সরকারের কঠোর সমালোচনা করে তিনি আরো বলেন, দেশের সব কিছুতে জট লেগেছে। উন্নয়নে জট, চাকরিতে জট, রাস্তাঘাটে জট, দুর্নীতিতে জট। এ জট খুলতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা ক্ষমতায় যেতে প্রস্তুত। জনগণ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। আওয়ামী লীগ ও বিএনপি’র দুঃশাসনে মানুষ এখন দিশেহারা। সভায় আরো বক্তব্যে রাখেন, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান জি.এম কাদের, মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী পিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি গোলাম কিবরিয়া টিপু, হাফিজ উদ্দিন আহমেদ, তাজুল ইসলাম চৌধুরী এমপি, আব্দুর রশিদ সরকার, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, সাহিদুর রহমান টেপা, অ্যাড. সালমা ইসলাম এমপি, এ্যাড. শেখ সিরাজুল ইসলাম, মীর আব্দুস সবুর আসুদ, নাসরিন জাহান রতনা প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।