প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জাহিদ হাসান এশিয়ান টিভির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। ২৬ জুলাই এশিয়ান টিভির কার্যালয়ে চ্যানেলটির চেয়ারম্যান হারুন-অর-রশীদ জাহিদ হাসানের হাতে এই দায়িত্ব অর্পণ করেন। জাহিদ হাসান বলেন, টেলিভিশনের দায়িত্ব পালন করা খুব কঠিন। হারুন ভাই ডেকে আকস্মিকভাবে এই দায়িত্ব দিয়েছেন। ভাববারও সুযোগ পাইনি। প্রধান উপদেষ্টা হিসেবে সবার সহযোগিতা নিয়ে আমি চ্যানেলটিতে কিছু পরিবর্তন আনার চেষ্টা করব। তবে সেটি ঈদের আগে আর সম্ভব নয়। আমার সব পরিকল্পনা শুরু হবে ঈদের পর। এজন্য চ্যানেলের ভেতরে ও বাইরের সবার কাছে সর্বাত্মক সহযোগিতা চাই। জাহিদ হাসান বলেন, আমি এশিয়ান টিভির একটা দায়িত্ব নিয়েছি বলে দেশের অন্য টেলিভিশন চ্যানেলগুলোতে আমার স¤পর্ক থাকবে না ব্যাপারটা এমন নয়। আমরা একই ইন্ডাস্ট্রিতে মিলেমিশে কাজ করে দর্শকদের দেশের চ্যানেলে ধরে রাখতে কাজ করতে চাই। এদিকে এশিয়ান টিভি থেকে বলা হয়েছে, চ্যানেলটিতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে জাহিদ হাসানের মতো অভিজ্ঞ একজন টিভি ব্যক্তিত্বকে এই দায়িত্ব দেয়া হয়েছে। তিনি মাসে দুদিন অফিস করবেন। প্রধান উপদেষ্টা হিসেবে কাজের রোডম্যাপ তৈরি করবেন, মনিটরিং করবেন। তার পরামর্শে দেশের জনপ্রিয় চ্যানেলে পরিণত হবে এশিয়ান টিভি এমনটাই প্রত্যাশা কর্তৃপক্ষের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।