Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চ্যানেলে অনুষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে মার্কেটিং বিভাগের ভ‚মিকার সমালোচনা করলেন জাহিদ হাসান

প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : টেলিভিশন চ্যানেলগুলোর মার্কেটিং বিভাগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নাট্য নির্মাতাদের অভিযোগ রয়েছে। তারা বরাবরই অভিযোগ করে আসছেন, নাটক প্রচারের ক্ষেত্রে অনুষ্ঠান বিভাগের চেয়ে মার্কেটিং বিভাগের সম্মতিই মুখ্য ভ‚মিকা পালন করছে। যেখানে টিভি চ্যানেলের অনুষ্ঠান তদারকি, নির্বাচনের দায়িত্ব অনুষ্ঠান বিভাগের, সেখানে বেশিরভাগ চ্যানেলে এ বিষয়গুলো পুরোপুরিভাবে মার্কেটিং বিভাগের হাতে ন্যাস্ত। মার্কেটিং বিভাগই অনুষ্ঠান নির্বাচন করে। নাটকে কাদেরকে কাস্টিং করা হবে, গল্প কী হবে, কারা নির্মাণ করবেন, এসব মার্কেটিং বিভাগ নিয়ন্ত্রণ করছে। এ নিয়ে নির্মাতাদের তীব্র আপত্তি থাকলেও, প্রকাশ্যে কেউ কিছু বলছেন না। কারণ যে নির্মাতা বলবে, পরবর্তীতে তার নাটক প্রচার বন্ধ হয়ে যাবে। তবে এ নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেতা-নির্মাতা জাহিদ হাসান। সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এখন নাটক বানানোর জন্য চ্যানেলে গেলে অনুষ্ঠান বিভাগ বলে, মার্কেটিং বিভাগের সাথে কথা বলতে। মার্কেটিং বিভাগই গল্প বাছাই করছে এবং কারা অভিনয় করবেন সেটাও ঠিক করে দিচ্ছে। আমার আপত্তি হচ্ছে, তারা গল্প বা অভিনয়ের কী বোঝেন? তাদের সঙ্গে কেন এ নিয়ে কথা বলতে হবে? তারা তো শুধু মার্কেটিংটাই ভালো বুঝবেন। আর যারা শিল্প-সংস্কৃতির লোক তাদের হাতেই শিল্পের মান নির্বাচনের বিষয়টি থাকা উচিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চ্যানেলে অনুষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে মার্কেটিং বিভাগের ভ‚মিকার সমালোচনা করলেন জাহিদ হাসান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ