Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে গানম্যান জাহিদ হাসান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

এবার ঈদের নাটকে গানম্যান হয়ে আসছেন জাহিদ হাসান। চরিত্রের প্রয়োজনে প্রতিনিয়তই নিজেকে ভেঙ্গে চলেছেন তিনি। যে কারণে এখনো ভাঁটা পড়েনি তার জনপ্রিয়তায়। শৌর্য দীপ্ত সূর্য’র রচনা ও পরিচালনায় ‘গানম্যান’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। জাহিদ হাসান ছাড়াও আরো যারা অভিনয় করেছেন তারা হলেন, আলীরাজ, নাজিয়া হক অর্ষা, তারিক স্বপন, রাশেদা চৌধুরী, এমিলা হক। প্রচার হবে বৈশাখি টেলিভিশনে ঈদের তৃতীয় দিন রাত ৮টা ১০ মিনিটে। গান (বন্দুক) দিয়ে বিশ্বজয় করা যায় কিন্তু গান (সঙ্গীত) দিয়ে মানুষের মন জয় করা যায় এটা বিশ^াস করে সবুজ। নিজেকে সে ভেরি স্পেশাল মনে করে। স্পেশাল ভাবার কারণ হচ্ছে গান। বাংলা সিনেমার খুব কম গানই আছে যেটা সে জানে না। প্রতিটি কথাই সে শুরু করে কোন না কোন গান দিয়ে। কোনো কিছুর উপমা সে দেয় গান দিয়ে। কথায় কথায় সে গান ব্যবহার করে। গ্রামের কোন লোক বিপদে পড়ে তার কাছে এলেও সে একটা গানের লাইন দিয়ে উপদেশ দেয়। এই জন্য গোটা গ্রামের লোক তাকে গানম্যান বলেই ডাকে। এদিকে পাশের গ্রামে দিলপাশা নামে একজন কোটিপতি ব্যবসায়ী তার ইন্ডাষ্ট্রির জন্য এলাকায় কিছু জমি কেনার জন্য আসে। তার সাথে সার্বক্ষণিক লালমিয়া নামের একজন গান ম্যান থাকে। এই লালমিয়া গোপানে সংবাদ পায় যে একদল সন্ত্রাসীর হাতে তার মনিব দিলপাশা দলবলে খুন হবে। জীবনের ভয়ে লালমিয়া পালিয়ে যাবার সময় দেখা হয় সুবজের সাথে। দুজনেই দুজনকে দেখে অবাক হয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাহিদ হাসান

২০ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ