Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আট বছর পর জাহিদ হাসান ও রিচি একসঙ্গে অভিনয় করলেন

প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রায় ৮ বছর পর একসঙ্গে অভিনয় করলেন ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা জাহিদ হাসান ও রিচি সোলায়মান। সুমন আনোয়ারের রচনা ও পরিচালানয় ‘ক্ষয়ে যাওয়া বুকের ভেতর’ নামের একটি নাটকে দেখা যাবে তাদের। এতে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, সেমšøী সৌমি ও তন্ময়। পারিবারিক গল্প নিয়ে নির্মিত এই নাটকে জাহিদ অভিনয় করেছেন একজন ধনী ঘরের ছেলের ভ‚মিকায়। যে ব্যবসা ছাড়া কিছুই বোঝে না। ফলে তার মা তার বিয়ের জন্য মেয়ে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে রিচির দেখা পেয়ে যান। আর এই বিয়ে নিয়েই ঘটতে থাকে নানা ঘটনা। ‘ক্ষয়ে যাওয়া বুকের ভেতর’ প্রসঙ্গে জাহিদ হাসান বললেন, ‘দীর্ঘ আট বছর পর রিচি আর আমি অভিনয় করলাম। ভালো লেগেছে। আশা করি আমাদের মতো দর্শকদেরও ভালো লাগবে। এনপলি নিবেদিন নাটকটি প্রযোজনা করেছে আলফা আই মিডিয়া প্রডাকশন লিমিটেড। আসছে রোজার ঈদে এটি আরটিভিতে প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আট বছর পর জাহিদ হাসান ও রিচি একসঙ্গে অভিনয় করলেন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ