Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইউরোপীয় নৌসীমায় পৌঁছেছে চীনের সর্বাধুনিক যুদ্ধজাহাজ

| প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় নৌসীমা বাল্টিক সাগরে পৌঁছেছে চীনের সর্বাধুনিক যুদ্ধজাহাজ। কারণ, রাশিয়ার নৌবাহিনীর সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতেই বাল্টিক সাগরে পৌঁছৈছে চীনা যুদ্ধজাহাজটি। খবরে বলা হয়, এই প্রথম চীন ও রাশিয়া এ ধরনের মহড়ায় অংশ নিচ্ছে। একে শক্তির প্রদর্শনী হিসেবে বিবেচনা করা হচ্ছে। চীনের পিপলস লিবারেশন আর্মির অফিসিয়াল ওয়েবসাইটের বরাত দিয়ে সিএনএন অনলাইন জানিয়েছে, রাশিয়ান ও চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে সপ্তাহব্যাপী সামরিক মহড়ায় চীনের মিসাইল-গাইডেড ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে। ইউরোপীয় নৌ সীমায় এই দুই দেশ প্রথমবার এমন কোনো মহড়ায় অংশ নিচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অ্যান্টি-সাবমেরিন যুদ্ধ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে মহড়া চালানো হবে। এই মহড়ার কেন্দ্র নির্বাচন করা হয়েছে ন্যাটোর মিত্র পোল্যান্ড ও লিথুনিয়ার মধ্যকার রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রান্দকে। চীন জানিয়েছে, তাদের যুদ্ধজাহাজ টাইপ ০৫২ডি ডেস্ট্রয়ার হেফেই-এর জন্য এটি হবে প্রথম যৌথ মহড়ায় অংশগ্রহণ। দুই বছর আগে যুদ্ধজাহাজটি চীনা নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়। এর সঙ্গে যুক্ত হচ্ছে একটি মিসাইল ফ্রিগেট, একটি সরবরাহকারী জাহাজ ও রাশিয়ার প্রায় ১০টি যুদ্ধজাহাজ। পৃথিবীর প্রায় অর্ধেক জলভাগে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে চীন- ১০ বছর আগে যা চিন্তাই করা যেত না। ন্যাটো মিত্রদের না জানিয়েছে তারা অগ্রসর হতো না। ইংলিশ চ্যানেল ও উত্তর সাগরে মহড়ায় যাওয়ার সময় ব্রিটিশ, ডাচ ও ড্যানিশ যুদ্ধজাহাজ চীনের যুদ্ধজাহাজগুলো পাহারা দিয়ে নিয়ে যেত। বিশ্লেষকদের দাবি, এবার মহড়ার জন্য চীনের বাল্টিক সাগর পছন্দ করার ঘটনাও বেশ গুরুত্বপূর্ণ। এই অঞ্চল নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্রদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এখানে চীনের আগমন এই বার্তা দিচ্ছে যে, তারা জানান দিতে চায়, শক্তিতে তারাও অন্যদের মতো। সিনহুয়া, আরটি, তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুদ্ধজাহাজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ