Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাইওয়ান প্রণালীতে ফের মার্কিন যুদ্ধজাহাজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ফের তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ। তাইওয়ানের সাথে বেইজিংয়ের তীব্র উত্তেজনার মধ্যেই মঙ্গলবার এ ঘটনা ঘটে। মার্কিন বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। মার্কিন যুদ্ধজাহাজ ছাড়াও কানাডার একটি ফ্রিগেটও এদিন তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্র ও কানাডার সামরিক বাহিনীর তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ বলেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্র হিসাবে তার দেশ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রæতিবদ্ধ। তাইওয়ান প্রণালিতে ‘অনুপ্রবেশের’ নিন্দা জানিয়ে বেইজিংয়ের তরফে বলা হয়েছে, তাদের সামরিক বাহিনী মার্কিন ও কানাডিয়ান জাহাজগুলোকে ‘সতর্ক’ করেছিল। সা¤প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার মতো দেশগুলোর জাহাজ প্রায় নিয়মিতভাবে তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে। এসব ঘটনা বেইজিংকেক্ষুব্ধ করে তোলে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুদ্ধজাহাজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ