Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে পুলিশের অভিযোগ বাক্সে টাকাও পড়ছে !

| প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : পুলিশের অভিযোগ বাক্সে অভিযোগের সাথে টাকাও পড়ছে। কাগজে অভিযোগ লিখে তাতে কিছু টাকা গুজে দিয়ে ফেলা হচ্ছে বাক্সে। অনেকে আবার কোন অভিযোগ ছাড়াই তাতে কয়েন ফেলে যাচ্ছে। এ নিয়ে নানা রকম আলোচনা-সমালোচনা এখন নগরজুড়ে। কেউ বলছেন, অভিযোগের সাথে টাকা দিয়ে বুঝিয়ে দেয়া হচ্ছে ‘টাকা ছাড়া পুলিশ কোন কাজ করেনা’।
তবে এসব সমালোচনা গায়ে মাখছে না পুলিশ। পুলিশ কর্মকর্তারা বলছেন, শুরুটা এমন হলেও একসময় মানুষ অভিযোগ বাক্সের গুরুত্ব বুঝবে। অভিযোগ জমা দিবে আর পুলিশ তা দেখে ব্যবস্থা নেবে। পুলিশের সাথে জনগণের দূরত্ব কমাতে সাধারণ মানুষের কথা শুনতে নগরীর ১৪২টি পয়েন্টে অভিযোগ বাক্স স্থাপন করা হয়। তবে এসব অভিযোগ বাক্সের বেশিরভাগই খালি পড়ে আছে। দু’একটি অভিযোগ বাক্সে কিছু অভিযোগ জমা পড়লেও তার সাথে কিছু টাকাও জমা পড়েছে। নগরীর চকবাজারের একটি অভিযোগ বাক্সে নগদ টাক ও কয়েন দেখা গেছে।
সাধারণ মানুষের কাছ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করে তা সমাধানের জন্য গত ২২ মে পুলিশের অতিরিক্ত আইজি মোখলেছুর রহমান এই অভিযোগ বাক্সের উদ্বোধন করেন। নগরীর ১৪২টি বিট পয়েন্টের একটি করে প্লাস্টিকের তৈরি স্বচ্ছ অভিযোগ বাক্স সাঁটানো হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, অভিযোগ বাক্স স্থাপন করা হলেও এখনো এতে কোন সাড়া মেলেনি। তবে মানুষ যখন অভ্যস্ত হবে তখন অভিযোগ পাওয়া যাবে। তাছাড়া অভিযোগ জানানোর একমাত্র পদ্ধতি অভিযোগ বাক্স নয়। এটা হচ্ছে অনেক অপশনের একটা। অভিযোগ জানানোর জন্য অনেক পদ্ধতিই খোলা আছে। এপস, ফেসবুক, ই-মেইল, হেল্পলাইনের মাধ্যমেও অভিযোগ করা যাচ্ছে। তবে সবাই তো আর সেগুলো ব্যবহার করবে না। যারা পারবে না তাদের জন্য একটা পথ হচ্ছে অভিযোগ বাক্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ