Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে পাচারকালে তিন হাজার বস্তা সরকারি চাল উদ্ধার

গোডাউন ম্যানেজারসহ গ্রেফতার ৫

| প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চালের দামের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ যখন দিশেহারা তখন সরকারি গুদাম থেকে পাচার হচ্ছে হাজার হাজার বস্তা চাল। চট্টগ্রাম নগরীতে পাচারকালে ধরা পড়েছে সাত ট্রাকবোঝাই ৩ হাজার ৯৬ বস্তা সরকারি চাল। সর্বমোট ১৫৫ মেট্রিক টন চালের এ বিশাল চালানটি পাচার করা হচ্ছিল রাতের আঁধারে সংগোপনে। এ ঘটনায় নগরীর হালিশহর সিএসডি গোডাউনের ম্যানেজার প্রনয়ণ চাকমাসহ ৫ জনকে গ্রেফতার করেছে এলিট বাহিনী র‌্যাব। সরকারি গুদাম থেকে চাল পাচারের খবর পেয়ে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি চৌকষ দল সোমবার রাতে এ অভিযান শুরু করে। গতকাল (মঙ্গলবার) বিকেল পর্যন্ত টানা অভিযানে সিএসডি গোডাউনের সামনের সড়ক ও নগরীর সিটি গেইট এলাকার একটি বেসরকারি গুদামের সামনে থেকে চালবোঝাই ওই সাতটি ট্রাক আটক করা হয়।
র‌্যাবের কাছে খবর আসে হালিশহর সিএসডি গোডাউন থেকে সরকারি চাল পাচার হচ্ছে। রাতের আঁধারে ট্রাকে চালবোঝাই করা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযান দল সেখানে যায়। এ প্রসঙ্গে র‌্যাব-৭ এর লে. কমান্ডার আশেকুর রহমান জানান, গভীর রাতে হালিশহর সিএসডি গোডাউন এলাকায় সরকারি চাল ভর্তি চারটি ট্রাক আটক করা হয়। আটক করা চালের বস্তাগুলোতে ‘খাদ্য অধিদপ্তর’ লেখা ছিল।
তিনি বলেন, চাল আটকের পর গতকাল ভোরে গুদাম ব্যবস্থাপক প্রনয়ণ চাকমাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হলে সিটি গেইট এলাকায় আরও একটি গুদামের সন্ধান দেন তিনি।
র‌্যাব কর্মকর্তা আশেকুর রহমান আরও বলেন, প্রনয়ণের কাছ থেকে পাওয়া তথ্যে সিটি গেইট এলাকার কবির কলোনী নামে একটি স্থানে আমরা অভিযান পরিচালনা করি। সেখানে ব্যক্তি মালিকানাধীন একটি গুদামের সামনে থেকে আরও তিনটি ট্রাক আটক করা হয়। মোট এক হাজার ৩৯৬ বস্তায় ১৫৫ মেট্রিক চাল উদ্ধার করা হয়েছে জানিয়ে আশেকুর রহমান বলেন, আমরা বিষয় খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারাও নিশ্চিত করেছে চালগুলো সরকারি এবং গুদাম থেকে পাচার করা হয়েছে। এছাড়াও সরকারি চাল কোন বেসরকারি গুদামে রাখার নিয়ম নেই বলেও তারা আমাদের জানিয়েছে।
এদিকে এ ঘটনায় খাদ্য বিভাগে তোলপাড় শুরু হয়েছে। খাদ্য বিভাগের কর্মকর্তারা গতকাল দিনভর এ বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন। গুদামে চালের হিসাব নিতে শুরু করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বিষয়ে সরাসরি কোন কর্মকর্তা কোন মন্তব্য করতে রাজি হননি। একজন কর্মকর্তা জানান, ৩ হাজার ৯৬ বস্তা চাল আটকের পর হালিশহরের সিএসডি গোডাউনসহ অন্যান্য গোডাউনে মজুদ চালের হিসাব করা শুরু হয়েছে। মজুদ রেজিস্ট্রার অনুযায়ী গুদামে বাস্তবে ওই পরিমাণ চাল রয়েছে কিনা তা যাচাই-বাছাই করা শুরু হয়েছে। র‌্যাব কর্মকর্তারা গ্রেফতারকৃত গুদাম ম্যানেজারের বিষয়ে লিখিতভাবে জানালে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান খাদ্য বিভাগের একজন কর্মকর্তা। গতকাল সন্ধ্যায় র‌্যাবের পক্ষ থেকে বলা হয় গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় সোপর্দ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ