Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারাদেশেই ভয় ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে-দুদু

| প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : শুধু ঢাকাতেই নয়, সারাদেশেই ভয় ও আতঙ্কজনক পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, আপনারা (সরকার) যখন খুশি যাকে খুশি অপহরণ করছেন, অন্যের ঘাড়ে দায় চাপাচ্ছে, বিরোধী দলের নেতা-কর্মীদের, বুদ্ধিজীবীদের গ্রেফতার করছেন।
এই ভীতিকর ও আতঙ্কের মধ্যে নির্বাচনের পরিবেশ থাকে না, নির্বাচন করা যায় না। গতকাল (মঙ্গলবার) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুকসহ বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে দুদু এসব কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক আন্দোলন এই মানববন্ধনের আয়োজন করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা মামলা দাবি করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন চাইলে সব মামলা প্রত্যাহার করতে হবে। বিএনপি’র এই নেতা বলেন, আমরা স্পষ্টভাষায় বলতে চাই, আমরা নির্বাচনে যেতে চাই। নির্বাচনের জন্য প্রথম শর্ত সকল রাজবন্দিকে মুক্তি দিতে হবে। বেগম খালেদা জিয়াসহ সকলের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ভয় ও আতঙ্কমুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। তাহলে সুষ্ঠু, স্বাভাবিক, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। আগামী নির্বাচন সহায়ক সরকারের অধীনেই হবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন হতে হবে সহায়ক সরকারের অধীনে। শেখ হাসিনা যদি মনে করেন তিনি যা খুশি তাই করবেন, এটি সম্ভব হবে ২০১৪ সালের ৫ জানুয়ারি মতো- তা ভাবা ঠিক হবে না। জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম পিন্টু, বিএনপি ও ২০ দলের নেতৃবৃন্দ এখন জেলে; আর আপনারা নৌকা মাথায় করে সারা দেশ ঘুরে বেড়াবেন, ভোট চাইবেন। আর আমরা হাজিরার নামে, বিচারের নামেকোর্টের বারান্দায় বসে থাকব। তিনি বলেন, আমরা এমন একটা নির্বাচন চাই, একাত্তর সালের যুদ্ধে আমরা যে গণতন্ত্র অর্জন করেছিলাম, স্বাধীনতা অর্জন করেছিলাম- আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য প্রধানমন্ত্রীকে উদ্যোগ নেওয়ার আহŸান জানিয়ে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, আমি বলব, সময় বেশি নাই, আলোচনার টেবিলে আসুন, উদ্যোগ নিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ অন্যান্য বিরোধী দলের সঙ্গে বসুন। যদি আলোচনায় বসতে ব্যর্থ হন, বিএনপি দায়িত্ব নেবে না। যে ঝড় উঠবে, ২০১৪ সালের ৫ জানুয়ারি মতো সেই আন্দোলন না, এই ঝড়ে সব কিছু তছনছ হয়ে যাবে, এই ঝড়ে সত্য প্রতিষ্ঠিত হবে, এই ঝড়ে দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। শামসুজ্জামান দুদু বলেন, ব্যাংকের টাকা নির্বিবাদে চুরি করছেন। সর্বত্র লুটপাট, লুন্ঠন অর্থনীতি চালু হয়েছে। এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মানববন্ধনের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, নির্বাহী সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর নেতা আবদুল হান্নানসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুদু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ