Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক লাখ কোটি টাকারও বেশি হজম করেছে বিতর্কিত হলমার্ক

শীর্ষ ১০০ ঋনখেলাপীর তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী

| প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদে দেশের শীর্ষ ১০০ ঋণখেলাপির ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় রয়েছে বিতর্কিত হলমার্ক ফ্যাশনসহ নামী দামী অনেক প্রতিষ্ঠান। ব্যবসা পরিচালনার নামে দেশের তফসিলি ব্যাংকগুলো থেকে টাকা নিয়ে তারা রীতিমত হজম করে ফেলেছেন। গতকাল সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে এ তালিকা প্রকাশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসব প্রতিষ্ঠানের নিকট ব্যাংকগুলোর খেলাপী ঋনের পরিমাণ ১ লাখ ১১ হাজার ৩৪৭ কোটি টাকা বলেও জানান মন্ত্রী।
মন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী শীর্ষ ১০০ ঋন খেলাপী ব্যাক্তি ও প্রতিষ্ঠান হচ্ছে- মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্স প্রাইভেট লিমিটেড, জাসমির ভেজিটেবল ওয়েল লিমিটেড, ম্যাক্স স্পিনিং মিল লি., বেনেটেক্স ইন্ডাস্ট্রিজ লি., ঢাকা ট্রেডিং হাউজ, আনোয়ার স্পিনিং মিলস লি., ইয়াসির এন্টারপ্রাইজ, কোয়ান্টাম পাওয়ার সিেেস্টম লি., এম এম ভেজিটেবল ওয়েল প্রোডাক্ট লি., আলপা কম্পোজিট টাওয়েল লি., ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লি., ম্যাক ইন্টারন্যাশনাল, হলমার্ক ফ্যাশন লি., মুন্নু ফ্রেব্রিকস্্ লি., ফেয়ার ট্রেড ফেব্রিকস্্ লি., সাহরিশ কম্পোজিট টাওয়েল লি., নূরজাহান সুপার ওয়েল লি., সালেহা কার্পেট মিল লি., এস কে স্টিল, চৌধুরী নিটওয়ার লি., রনকা সোহেল কম্পোজিট টাওয়েল লি., টি এন্ড ব্রাদার্স নিট কম্পোজিট লি., তানিয়া এন্টারপ্রাইজ ইউনিট, রহমান স্পিনিং মিল লি., এস শিপিং লাইন, হাজী ইসলাম উদ্দিন স্পিনিং মিল লি. গ্রামবাংলা এনপিকে ফার্টিলাইজার এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ, টেলিবার্তা লি., কটন কর্পোরেশন, ভিরগো মিডিয়া, সোনালী জুট মিলস লি., এক্সপার টেক লি., এম বি এ গ্রার্মেন্টস এন্ড টেক্সটাইলস লি., ওয়ালমার্ট ফ্যাশন লি., ওয়ান ডেনিম মিলস লি., এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লি., হিমালয় পেপার এন্ড বোর্ড প্রাইভেট লি., ইমাদাদুল হক ভূইয়া, এম কে শিপ বিল্ডার্স এন্ড স্টিল লি., ম্যাক শিপ বিল্ডার্স লি., বিশ্বাস গার্মেন্টস লি., মোস্টার্ড ট্রেডিং, হিন্দুল ওয়ালী টেক্সটাইল লি., ইসলাম ট্রেডিং কনসোর্টিয়াম লি., ক্যাপিটাল বণানী ওয়অন লি., মেরিন ভেজিটেবল ওয়েল লি., আরজান কারপেট এন্ড জুট ওয়েভিং মিলস লি., এ. জামান এন্ড বাদ্রার্স, ওরনেট সার্ভি লি., ডোয়েল এপারেলস লি., আশিক কম্পোজিট টেক্সটাইলস লি. মুন বাংলাদেশ লি., আশিক কম্পোজিট টেক্সটাই মিলস লি., মুন বাংলাদেশ লি., মোস্তাফা পেপার কমপ্লেক্স লি., এইচ আর শিপিং মিলস প্রাইভেট লি., বিসমিল্লাহ টাওয়েল লি., কেয়া ইয়ার্ন লি., তাবাসসুম এন্টারপ্রাইজ, এপেক্স ওয়েভিং এন্ড ফিনিশিং মিলস লি., দ্য ওয়েল টেক্স লি.,ডেলটা সিস্টেম লি., জাহিদ এন্টারপ্রাইজ, হিলফুল ফুজুল সমাজ কল্যান সংস্থা, মজিবুর রহমান খান, নিউ বাকি টেক্সটাইল মিলস, আলী পেপার মিলস, অলটেক্স ইন্ড্রাস্ট্রিজ, নর্দান ডিস্ট্রিলারিজ, লাকি শিপ বিল্ডার্স লি, যমুনা এগ্রো ক্যামিকেল, মাকসুদা স্পিনিং মিলস, শাপলা ফ্লাওয়অর মিলস, সিদ্দিক এন্ড কোম্পানী লি, যমুনা এগ্রো ক্যামিকেল, মনোয়ারা ট্রেডিং, একে জুট ট্রেডিং কোং, মাহবুব স্পিনিং লি., আলামিন ব্রেড এন্ড বিস্কুট লি, প্রফেশন টেক্সাটাইল লি, মা ট্রেক্স, সুপার সিক্স স্টাশিপ ব্রেকিং ইয়ার্ড, টেকনো ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট লি., বিসমিল্লাহ টাওয়েল লি., ন্যাম কর্পোরেশন, জাপান-বাংলাদেশ সিকিউরিটিজ প্রিন্টিং এন্ড প্যাকেজিং, সর্দার অ্যাপারেলস লি., জেড এন্ড জে ইন্টারন্যাশনাল, বিশ্বাস টেক্সটাইল, মডার্ন স্টিল মিলস লি., নিউ অটো ডিফ্ইান, অনিকা এন্টারপ্রাইজ, ডি আফরোজ সোয়েটার ইন্ড্রাস্ট্রিজ লি., মোবারক আলী স্পিনিং মিলস, আফিল জুট মিলস, রেজা জুট ট্রেডিং, আরকে ফুডস লি., আলফা টোব্যাকো ম্যানুফ্যাকচারিং কোম্পানী, ফেয়ার এক্সপো ওয়েভিং মিলস লি., কেয়ার স্পেশালাইজড হসপিটাল, ফ্রিজ এন্টারপ্রাইজ।



 

Show all comments
  • Azad mullah ২৩ নভেম্বর, ২০২০, ৪:৪০ এএম says : 0
    এতো টাকা বাটপার রা মেরে খেয়ে হজম করে ফেলল আর আমাদের দেশের রাখিস বোগাস অর্থ মন্ত্রী কোথায় ছিলেন? মাতাল হয়ে গিয়েছিলেন না কি?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলমার্ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ