Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলমার্কের চেয়ারম্যান জেসমিন কারাগারে

প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কোর্ট রিপোর্টার : জনতা ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে কারাগারে পঠিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ এ আদেশ দেন। এরআগে মামলার তদন্ত কর্মকর্তা আসামি জেসমিনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে কারগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামির আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানী শেষে হাকিম আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে মঙ্গলবার দুপুরের পরে রাজধানীর বংশাল এলাকা থেকে জেসমিনকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আদালত সুত্র জানায়, হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম জনতা ব্যাংক ভবন কর্পোরেট শাখা থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ৮৫ কোটি টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে মতিঝিল থানায় একটি মামলা করে দুদক। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলমার্কের চেয়ারম্যান জেসমিন কারাগারে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ