Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশ পরিচয়ে ফেনসিডিল নেয়ার সময় আটক ২

| প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীতে পুলিশ পরিচয় দিয়ে ফেনসিডিল পরিবহনের সময় এক মাদক ব্যবসায়ী ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার সকালে ক্যান্টনমেন্ট এলাকার ইসিবি চত্বরে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশিকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৯৬ বোতল ফেনসিডিল ও পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
আটকরা হলেন, মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম ও অটোরিকশা চালক জহুরুল ইসলাম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ জানায়, সকালে ট্রাফিক সার্জেন্ট আব্দুল্লাহিল কবির ইসিবি চত্বরে একটি অটোরিকশা থামান। এ সময় অটোরিকশায় থাকা যাত্রী সিরাজুল ইসলাম নিজেকে মিরপুর থানার পুলিশ সদস্য বলে পরিচয় দেয়। সার্জেন্টের সন্দেহ হলে তিনি আইডি কার্ড দেখতে চান।
সিরাজুল ইসলাম আইডি কার্ড দেখাতে ব্যর্থ হলে একপর্যায়ে গাড়ির ভেতরে তল্লাশি করে চার কেস আমের ঝুড়ির নিচে লুকিয়ে রাখা ৪৯৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় সিরাজুল ইসলাম ও জহুরুল ইসলামের নামে ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে বলে পুলিশ জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ

৩ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ