Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

এরশাদের জোটের পরিধি বাড়ানো হচ্ছে জাপা মহাসচিব

| প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার ঃ জাতীয় পার্টির মহাসচিব ও সম্মিলিত জাতীয় জোটের প্রধান সমন্বয়ক রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, এরশাদের নেতৃত্বে গঠিত জোট নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ গ্রহণ করবেন। জোটের পরিধি বাড়ানোর কাজ দ্রæত গতিতে এগিয়ে চলছে। মুক্তিযুদ্ধের চেতনা, উদার গণতান্ত্রিক ও ইসলামী মুল্যবোধে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। আশা করছি অচিরেই আমাদের জোটে আরো কিছু রাজনৈতিক দল ও সংগঠন  সম্পৃক্ত হবে বলেও জানান তিনি। গতকাল শনিবার দুপুরে ৮ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য সম্মিলিত জাতীয় জোটের প্রতিনিধি সম্মেলনের স্থান পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। জাতীয় পার্টি উদার গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। তাই নির্বাচনকালীন সময়ে দেশীয় ও আর্ন্তজাতিক পরিস্থিতি সার্র্বিক মুল্যায়ন করে, জাতীয় পার্টিসহ আমাদের সম্মিলিত জাতীয় জোটের সকল নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করে, দেশের মানুষের বৃহত্তর স্বার্থে এবং আমাদের পার্টির চেয়ারম্যান এরশাদ সঠিক সিদ্ধান্ত নেবেন। রুহুল আমিন হাওলাদার আরো বলেন, মানুষ বিএনপি-আওয়ামী লীগের শাসন দেখেছে, এরশাদের শাসনও দেখেছে। তারা এরশাদের স্বর্ণযুগে ফিরে যেতে চায়। তাই জনগণের আশ-আকাঙ্খা পূরণের জন্য জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় যেতে হবে। আর এ লক্ষ্যকে সামনে রেখেই জাতীয় পার্টি এগিয়ে চলছে। এই সময় জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সাধারণ সম্পাদক  জহিরুল আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক সুজন দে সহ জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরশাদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ