Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাইজুল রাবাদার পর হাসারাঙ্গা

| প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : গলে বিধ্বস্ত হওয়ার মাত্র দুই দিন পর একই মাঠে দুর্দান্তভাবে ঘুরে দাড়িয়েছেন শ্রীলঙ্কান বোলাররা। দুই অখ্যত স্পিনার দিয়েই জিম্বাবুয়েকে তারা ১৫৫ রানে ধরাশায়ী করে ৭ উইকেটে ম্যাচ জিতেছে ১৯.৫ ওভার হাতে রেখে। ৫ ম্যাচ সিরিজও এখন ১-১ সমতায়।
নাটকীয় ও ঐতিহাসিক নৈপূন্য প্রদর্শন করেন ওয়ানিদু হাসারাঙ্গা। ওয়ানডে ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে অভিষেকে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন ১৯ বছর বয়সী এই লেগস্পিনার। আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৪, ১৫ ও ১৬তম বলে হ্যাট্রিকপূর্ণ করে জিম্বাবুয়ের লেজ গুটিয়ে দেন তিনি। আগের দুই কীর্তির সাথে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। এই জিম্বাবুয়ের বিপক্ষেই ২০১৪ সালে মিরপুরে প্রথম বোলার হিসেবে অভিষেকে হ্যাটট্রিকের রেকর্ড গড়েন বাংলাদেশী স্পিনার তাইজুল ইসলাম। পরের বছর একই মাঠে বাংলাদেশও শিকার হয় একই ঘটনার। তামিম, লিটন ও মাহমুদুল্লাহকে ফিরিয়ে সেদিন একই কীর্তি গড়েন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা।
হাসারাঙ্গা জাদুর আগেই অবশ্য লাকশান সান্দাকানের ঘূর্ণীতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় শ্রীলঙ্কা, প্রায় চার মাস একাদশের বাইরে থাকার পর যিনি নির্বাচকদের নজরে আসেন। ৫২ রানে ৪ উইকেট নিয়ে মিডিল ও টপ অর্ডার ধ্বসে নেতৃত্ব দেন তিনি। হাসারাঙ্গা বিষ্ময়ের আগে তার দুর্দান্ত বোলিংয়েই ২ উইকেটে ৭৩ থেকে ১৫৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা। প্রথম ম্যাচের নায়ক সলোমন মিরে এদিন ফেরেন ব্যক্তিগত শূন্য রানে। সর্বোচ্চ ৪১ রান করেন হ্যামিল্টন মাসাকাদজা, ২৯ বলে ৩৮ রান করেন ম্যালকম ওয়ালার।
১০ রানে ২ উইকেট তুলে নিয়ে লড়াইয়ের ছোট্ট একটা আভাস দিয়েছিল সফরকারীরা। এসময় ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে টানা দুই বলে গুনাথিলাকা ও কুসল মেন্ডিসকে ফেরান টেন্ডাই চাতারা। তবে দ্রæতই নিজেদের সামলে নেয় স্বাগতিকরা। চতুর্থ উইকেটে অবিচ্ছন্ন ৮১ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়েন উপুল থারাঙ্গা (৮৬ বলে ৭৫) ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস (৩৫ বলে ২৮)। বৃহস্পতিবার হাম্বানতোতায় অনুষ্ঠিত হতে সিরিজের তৃতীয় ম্যাচ। উল্লেখ্য, ৪-১ ব্যবধানে সিরিজ দকলে নিতে পারলে বাংলাদেশ ও পাকিস্তানকে টপকে ওয়ানডে র‌্যাংকিংয়ের ছয়ে উঠবে শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে : ৩৩.৪ ওভারে ১৫৫ (মাসাকাদজা ৪১, আরভিন ২২, ওয়ালার ৩৮; প্রদিপ ১/১৮, সান্দাকান ৪/৫২, গুনারতেœ ১/১৫, গুনাথিলাকা ১/৯, হাসারাঙ্গা ৩/১৫)।
শ্রীলঙ্কা : ৩০.১ ওভারে ১৫৮/৩ (ডিকভেলা ৩৫, থারাঙ্গা ৭৫*, ম্যাথিউস ২৮*; চাতারা ২/৩৩, ক্রেমার ১/৪৬)।
ফল : শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : লাকশান সান্দাকান (শ্রীলঙ্কা)।
সিরিজ : ৫ ম্যাচ সিরিজে ১-১ সমতা।
ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক
বোলার প্রতিপক্ষ ভেন্যু সাল শিকার
তাইজুল (বাংলাদেশ) জিম্বাবুয়ে মিরপুর ২০১৪ চাতারা, নিয়াম্বু, পানিয়াঙ্গারা
রাবাদা (দ.আফ্রিকা) বাংলাদেশ মিরপুর ২০১৫ তামিম, লিটন, মাহমুদউল্লাহ
হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) জিম্বাবুয়ে গল ২০১৭ ওয়ালার, তিরিপানো, চাতারা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাইজুল

১০ এপ্রিল, ২০২২
১৯ ফেব্রুয়ারি, ২০২০
১ ফেব্রুয়ারি, ২০১৯
২৪ জানুয়ারি, ২০১৯
২৫ নভেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ