মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল আসন্ন জি-২০ সম্মেলনে মুক্ত বাণিজ্য নীতি এবং যৌথ তৎপরতায় জলবায়ু পরিবর্তন মোকাবেলার বিষয়ে লড়াইয়ের প্রতিশ্রæতি দিয়েছেন। পার্লামেন্টে গত বৃহস্পতিবার দেওয়া এক ভাষণে মার্কেল এই প্রতিশ্রæতি দেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। তার এই প্রতিশ্রæতি সম্মেলনে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাই প্রথম নীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করা হচ্ছে। আগামী সপ্তাহে জার্মানির হামবুর্গে শিল্পোন্নত ২০টি দেশের এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। পার্লামেন্টে ভাষণে মারকেল ট্রাম্পের নাম উল্লেখ না করে বলেন, বৈশ্বিক সমস্যা সংরক্ষণবাদ ও বিচ্ছিন্নতা দিয়ে মোকাবেলা করা যাবে না। মাসখানেক আগে ইতালির সিসিলিতে হওয়া শিল্পোন্নত ৭টি দেশের জি-৭ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে অন্য বিশ্বনেতাদের জলবায়ু পরিবর্তন, ব্যবসা ও অভিবাসন বিষয়ে তীব্র মতপার্থক্য সৃষ্টি হয়। এর কয়েকদিন পরই ট্রাম্প ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার ঘোষণা দেন। মারকেল সে কথা স্মরণ করে বলেন, অবশ্যই মতপার্থক্য আছে, এটাকে অস্বীকার করার কিছু নেই, আমি তা করতেও চাই না। এবারের জি-২০ সম্মেলনের আগেই ট্রাম্প প্রশাসন চীনের সঙ্গে ব্যবসার ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছে, যার মধ্যে আছে চীন থেকে স্টিল আমদানিতে শুল্কারোপ। সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও উপস্থিত থাকবেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।