নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : জিনেদিন জিদান, বিশ্ব ফুটবলের জ্বলজ্বলে এ নক্ষত্রের নাম। খেলোয়াড় হিসেবে যেমন ছিলেন সফল, ঠিক তেমনি কোচ হিসেবেও তার সফলতা ইতোমধ্যে দেখেছেন ফুটবলপ্রেমীররা। রিয়াল মাদ্রিদের কোচ হয়ে দায়িত্বগ্রহণের মাত্র প্রায় দেড় বছরের মধ্যে যেন দলকে বদলে দিয়েছেন জিদান। সাফল্যের পর সাফল্য এনে দিয়েছেন। এই সময়ে দু’টি চ্যাম্পিয়ন্স লিগ, একটি লা লিগাসহ মোট পাঁচটি শিরোপা জিতেছে রিয়াল। জিদানের এমন সাফল্যে মুগ্ধ হয়ে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেস্তিনো পেরেজ মিডিয়াকে বলেছিলেন, ‘আজীবনের জন্যই রিয়ালের কোচ হয়ে থাকবেন জিদান।’ যদিও সেই ধরনের চুক্তি এখনো জিদানের সঙ্গে হয়নি রিয়ালের। তবে প্রশ্ন উঠেছে, কোচ জিদানের সঙ্গে কত দিনের চুক্তি করবে রিয়াল? কবেইবা সেই চুক্তিটি হবে। চুক্তি নিয়ে যদি জিদান চিন্তিত থাকেন, তাহলে হয়তো এর প্রভাব দলের উপর পড়বে। আর তাতে দলের পারফরম্যান্স খারাপও হতে পারে। এসব বিষয় মাথায় রেখে ফ্লোরেস্তিনো পেরেজ সম্প্রতি জানিয়েছেন, রিয়াল কর্মকর্তাদের এখন প্রথম কাজই হলো জিদানের সঙ্গে চুক্তি নবায়ন করা। যদি তাই হয় তবে কত দিনের চুক্তি হবে সেটা? এমন প্রশ্নে পেরেজের উত্তর, ‘যতদিন জিদান চুক্তি করতে চাইবেন ততদিনের জন্যই চুক্তি হবে। এর মধ্যে যদি দল কিছু নাও জিততে পারে, তবুও কোচ হিসেবে জিদানই দায়িত্ব পালন করবেন। দলবদলের বাজার সরগরম হয়ে ওঠার আগেই জিদানের সঙ্গে চুক্তি নবায়ন করে ফেলতে চান পেরেজ। ইএস রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অবশ্যই জিদান ক্লাবে খুব নিরাপত্তায় আছেন। আমাদের প্রথম কাজই হবে তিনি ছুটি থেকে ফেরার পরপরই নতুন চুক্তি স্বাক্ষর করে নেয়া।’
পেরেজ আরও বলেন, ‘রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুম এবং ক্লাব সম্পর্কে জিদানের চেয়ে আর বেশি কেউ জানেন না এবং বোঝেনও না। এটা একটা সুবিধা হয়েছে যে, তিনি অনেক আগে থেকেই দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং এ কারণেই গত ১৭ মাসে এমন সাফল্য পেয়েছেন।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।