পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সুরমা ও কুশিয়ারায় পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে
স্টাফ রিপোর্টার : অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের ছয়টি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। সুরমার কানাই ঘাট ও কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে আবার কোথাও বিপদসীমা ছুঁই ছুঁই করছে। টানা বর্ষণে এরই মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর ও জৈন্তাপুর উপজেলা বন্যাকবলিত হয়ে পড়েছে। এসব এলাকায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। পানি উন্নয়ন বোর্ডর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ইনকিলাবকে বলেন, গতকাল কয়েকটি স্থানে পানি নেমেছে। তবে শুক্রবার আবার নতুন করে দুইটি এলাকায় বিপদসীমা দিয়ে যাচ্ছে।
গোয়াইনঘাট উপজেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া পিয়াইন ও সারি নদী দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলে শতাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়েছে। বিশেষ করে বুধবার ও বৃহস্পতিবার রাতের টানা বর্ষণে এলাকার বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সদরের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগের মূল দুটি সড়ক এখনো চালু থাকলেও উপজেলার ভেতরের রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে। বন্ধ হয়ে গেছে দুটি পাথর কোয়ারির কার্যক্রম। ফলে বেকার হয়ে পড়েছে অর্ধলাখ মানুষ।
উপজেলার আলীরগাঁও ইউনিয়নের নাইন্দা হাওর, তিতখুলি হাওর, বোধিগাঁও হাওর, সাতাইন হাওর, বালি হাওর, পূর্ব জাফলং ইউনিয়নের বাউরবাগ হাওর, আসামপাড়া হাওর, সানকিভাঙ্গা হাওর, লেঙ্গড়া ইউনিয়নের লেঙ্গড়া হাওর, সিটিংবাড়ী হাওর, তোয়াক্কুল ইউনিয়নের ঘোড়ামারা হাওর, ল²ীনগর হাওর, নন্দিরগাঁও ইউনিয়নের চইলতাবাড়ী হাওর, জলুরমুখ হাওর, বাইমারপার হাওর, ডৌবাড়ী ইউনিয়নের কান্দি হাওর, নিহাইন হাওর, নগরডেঙ্গি হাওর, লংপুর হাওর, ইউনিয়নের টেকাগুল হাওর, বগাইয়া হাওর ও বীরমঙ্গল হাওরের বন্যা পরিস্থিতি অবনতির দিকে। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা। উপজেলার নিম্নাঞ্চল হিসেবে চিহ্নিত ইছাকলস ইউনিয়নের ৩২টি গ্রাম, তেলিপার ইউনিয়নের আংশিক এবং দক্ষিণ রনিখাইল ইউনিয়নের আংশিক বন্যায় প্লাবিত হয়েছে।
জানা গেছে, এবারই প্রথম বন্যাকবলিত হয়েছে উপজেলার পূর্ব ইসলামপুল ইউনিয়নের কালিবাড়ী, কলাবাড়ী, বালুচর, মুক্তিযোদ্ধা আদশগ্রাম, দয়ারবাজার, শান্তির বাজার, উত্তর রনিখাই ইউনিয়নের কালাইরাগ, নাজিরগাঁও, খুশিরবাজার, পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ী, শাহ আরফিন বাজার, জালিয়ারপার, নতুন জালিয়ারপার, বাহাদুরপুর ইউনিয়ন এবার বন্যাকবলিত হয়েছে। বন্যায় এলাকার পাথর কোয়ারিগুলোর কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বন্যার পানিতে ভেসে গেছে বিভিন্ন ক্রাশার মিলে স্টক করে রাখা কোটি টাকার পাথর। দেশের অন্যতম বড় পাথর ব্যবসায়ী প্রতিষ্ঠান আল্লাহর দান স্টোন ক্রাশারের জমা করে রাখা ৪০ লাখ টাকার পাথর বন্যার পানিতে ভেসে গেছে। এ ছাড়া বন্যায় কৃষিজমির ফসল তলিয়ে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ব্রিজ ও বাড়িঘর।
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান মো. শহিদুর রহমান বলেন, এখানে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দেওয়া হয়নি। তবে উপজেলা প্রশাসন জানিয়েছে, উপজেলায় বন্যার্তদের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এ ছাড়া ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, সেখানে ২৭টি পরিবারের ১১১ জন সদস্য উঠেছেন।
ইউএনও হুরে জান্নাত জানান , উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। বন্যার কারণে পাহাড়-টিলা ধসের আশঙ্কা দেখা দেওয়ায়, সেখান থেকেও বসতি স্থাপনকারীদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। আগের দিন (মঙ্গলবার) বৃষ্টিপাত কিছুটা কমলেও গত বুধবার ও বৃহস্পতিবার রাত থেকে গতকাল দুপুর ২টা পর্যন্ত বর্ষণ হওয়ায় বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ১২৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার কারণে উপজেলায় খাবার পানির সঙ্কট দেখা দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।