নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : সিঙ্গাপুরে চিকিৎসাধীন সাবেক তারকা ফুটবলার এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায় সুস্থতার পথে রয়েছেন। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো। গতকাল বিকালে সিঙ্গাপুর থেকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন বাদল রায়ের স্ত্রী মাধবী রায়। তিনি জানান, আইসিইউ থেকে গত পরশু (শুক্রবার) বাদলকে ৮২৩ নম্বর কেবিনে আনা হয়। কাল তাকে চেয়ারে বসানো হয়েছে। টিউবের মাধ্যমে তরল খাবার দেয়া হচ্ছে সাবেক এই ফুটবলারকে। চিকিৎসক বলেছেন. আগামীকাল (সোমবার) তাকে সরাসরি মুখে খাবার খেতে দিবেন। সবচেয়ে খুশির খবর, তিনি এখন সবাইকে চিনতে পারছেন এবং কথাও বলছেন।’ মাধবী আরও বলেন,‘বাদল রায়ের বুকে একটা ইনফেকশন রয়েছে তাই চিকিৎসকরা তাকে কথা বলতে নিষেধ করেছেন। তিনি এখন টিভি দেখা, ল্যাপটপ ব্যবহার, পত্রিকা পড়া, লেখালেখি ও মোবাইল ব্যবহার করতে পারবেন। তবে বেশ সাবধানে। অবশ হয়ে থাকা তার বাম পা আগের চেয়ে বেশ সচল হয়েছে। তবে বাম হাতের সমস্যা এখনও আছে। তবে আশা করছি দ্রæত তা ভাল হয়ে যাবে।’ এদিকে বাদল রায়ের তার বড় মেয়ে গঙ্গাত্রী রায় শুক্রবার রাত একটায় অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে সিঙ্গপুরে তার বাবার কাছে এসে পৌঁছেছেন। তিনি তার বাবার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।