নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : অনেকদিনই একদিনের ক্রিকেটে এমন পাকিস্তানকে দেখা যায়না। ইংল্যান্ডের ভাগ্যটা খারাপই বলতে হয়। এমন একটা ম্যাচে এসেই কিনা তারা ‘হঠাৎ পাল্টে যাওয়া’ দলটির মুখোমুখি হল। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে জয়ের জন্য পাকিস্তানকে মাত্র ২১২ রানের লক্ষ্য দিতে পেরেছে স্বাগতিক ইংল্যান্ড। জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ‘নিশ্চিত’ জয়ের দিকেই এগুচ্ছিল পাকরা। ১৮ ওভার থেকে করতে হত মাত্র ৩৯ রান, হাতে তখনো ৯ উইকেট। সবচেয়ে পিছিয়ে থেকে আসর শুরু করা দরটিই এখন ফাইনালের দ্বরপ্রান্তে।
টস জিতে ব্যাটিং পাওয়া ইংলিশরা ৪০.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২১১ রান। জো রুট সর্বাধিক ৪৬ এবং ওপেনার বেয়ারস্টো ৪৩ রান সংগ্রহ করেছেন। এছাড়া স্বাগতিক দলের মিডল অর্ডার ব্যাটসম্যান বেন স্টোকস ও অধিনায়ক এউইন মরগান করেছেন যথাক্রমে ৩৪ ও ৩৩ রান।
পাকিস্তানের হয়ে তিন উইকেট নিয়েছেন হাসান আলী। এছাড়া দুটি করে উইকেট নেন জুনায়েদ খান ও অভিষেক পাওয়া রুম্মন রইস।
কার্ডিফে টসের বিপরীতে প্রথমে ব্যাটিং নিয়ে বেশ ধীর স্থির ভাবেই ব্যাটিং শুরু করেছিল ইংল্যান্ড। এ সময় পাকিস্তানীদের দুর্দান্ত বোলিংয়ের বিপরীতে যথেষ্ট সংযত হয়েই ব্যাটিং করেন স্বাগতিক দলের দুই ওপেনার বেয়ারস্টো ও এ্যালেক্স হেলস। তারা উদ্বোধনী জুটিতে ৩৪ রান এনে দেন।
হেলসকে ফিরিয়ে দিয়ে পাকিস্তান শিবিরকে প্রথমে উজ্জ্বীবিত করেন হাসান আলী। ব্যক্তিগত ১৩ রানে হেলস ফিরে যাবার পর জো রুটের সঙ্গে জুটি বেধে দলকে এগিয়ে নেন অপর ওপেনার বেয়ারস্টো। দলীয় ৮০ রানের মাথায় তাকে সাজঘরের পথ দেখান অভিষেক পাওয়া রুম্মন রাইস। ব্যক্তিগত ৪৩ রান করে ফিরে আসেন স্বাগতিক ওপেনার। এরপর অধিনায়ক মরগারনর সঙ্গে জুটিবদ্ধ হয়ে দলকে একটি শক্ত ভিতে দাঁড় করানোর দিকে মনোনিবেস করেন রুট। তবে বেশিদূর যেতে পারেনি তারাও। দলীয় ১২৮ রানের মাথায় রুটকে ফিরিয়ে দেন শাহাদাব খান। ফেরার সময় ৪৬ রানের পুঁজি রেখে যান রুট।
এরপর মূলত আসল বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। দলকে ১৮২ রানে পৌঁছে দেয়ার পথে ঝড়ে যায় ৪টি উইকেট। এতেই মূলত ভেঙ্গে যায় ইংল্যান্ডের মেরুদÐ। এরপর ধুকতে থাকা দলটিকে ২১১ রানে টেনে নিয়ে যায় টেল এন্ডার ব্যাটসম্যানরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।