Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পদ পেলেন আরও ৮৯ জন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৪৩ পিএম

জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির নানা বিতর্কের মাঝেই ইতোপূর্বে ঘোষিত ৩০২ সদস্যের কমিটি বর্ধিত করে কমিটিতে বিভিন্ন পদে আরও ৮৯ জনের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। উল্লেখ্য, ইতোপূর্বে ঘোষিত ৩০২ সদস্যের কমিটি থেকে পদ স্থগিত হওয়া ৩২ জনকে কমিটিতে পুনর্বহাল করা হয়েছে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানা যায়, দীর্ঘদিন কমিটি পুনর্গঠন ও হালনাগাদ না করায় অভ্যন্তরীণ কোন্দল-গ্রুপিংয়ে নেতৃত্বের বিকাশ ঘটছে না ছাত্রদলে। ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে ফজলুর রহমান খোকন সভাপতি এবং ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর পর আর কোনো কাউন্সিল হয়নি। সর্বশেষ গত ১৭ এপ্রিল কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে (যশোর) সভাপতি, সাইফ মাহমুদ জুয়েলকে (বরিশাল) সাধারণ সম্পাদক করে প্রথমে সুপার ফাইভ এবং গত বছরের ১১ সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। তন্মধ্যে শ্রাবণ ও জুয়েলের পুরো পরিবার আওয়ামী লীগের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদে বিভিন্ন পদে অন্তর্ভূক্ত ৮৯ জন সদস্যের নামের তালিকা
সহ সভাপতি- আবুল হাচান চৌধুরী, এ বি এম মাহমুদ সরদার, সিরাজুল ইসলাম, কে এম সাখাওয়াত হোসাইন, মিজানুর রহমান শরীফ, মোঃ শামীম হোসেন, মোঃ ইব্রাহীম খলিল, মোঃ আরিফুল হক, মোঃ মাহবুবুল আলম মাহবুব, মোঃ জাকির হোসেন, মোঃ সুরুজ মন্ডল, মোঃ রাফিজুল হাই রাফিজ, মোঃ আলমগীর কবির, মোঃ জুবায়ের আল মাহমুদ রিজভী, শ্যামল মালুম, মোঃ জামিল হোসেন, মোঃ নাজমুল আহসান সোহেল, সৈয়দ সাইফুজ্জামান, মোঃ মহিউদ্দিন, নাজমুল হক হাবিব, মেহরাব আহমেদ মাহবুব, মিলাদ উদ্দিন ভূঁইয়া, মোঃ আলী হাওলাদার, মোঃ সাইফুল ইসলাম তুহিন।

যুগ্ম সম্পাদক- জাকির হোসেন উজ্জল, আতাউর রহমান খান, রেজোয়ানুল হক সবুজ, মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা, ফয়সাল আহম্মেদ সোহেল, মোঃ মেহেদী হাসান, মোহাম্মদ ইলিয়াস, নুরুল ইমরান মজুমদার মিশু, এমএম মারুফুল ইসলাম, মোঃ জিহাদুল রঞ্জু, মোঃ রাকিবুল ইসলাম রোকন, মোঃ নিজাম উদ্দিন হাওলাদার, মোহাম্মদ লিয়াকত হোসেন, আলিজা আহমেদ মিজান, মৃধা মোঃ মাসুদ রানা, তাইজুল ইসলাম খান, মৌসুমী হক মৌ, মোঃ আশরাফুল হোসেন মামুন, আসিফ হোসেন রচি, রুহুল আমিন সোহেল, মোঃ হাসান, মেহেদী হাসান মিঠূ, মাহমুদুল হাসান বসুনিয়া, মোঃ অহিদুজ্জামান, শাহেদ প্রধান, মোঃ ফয়সাল হোসেন, নাজমুল হক, সায়মন কবীর শাওন, এস এম মুসা।

সহ-সাধারণ সম্পাদক- এস এম হাসান মাহমুদ রিপন, কবির হোসেন ফকির, সাকিব হাসান সম্রাট, হাবিবুর রহমান হাবিব, অহি আহমেদ জুবায়ের, মোঃ মুজাহিদুল ইসলাম, মোঃ জসীম উদ্দিন রনি, আরিফুর রহমান, মোঃ জুয়েল হাসান, ফজলুল হক নিরব, খন্দকার সোলাইমান কবির আরিফ, মোঃ শাহাদাত হোসেন, অলি আহমেদ, মোঃ বুলবুল হোসাইন, মোঃ রুবেল আমিন, মোঃ সারওয়ার হোসেন, মোঃ সুমন হোসেন, রফিক মোল্লা, মাজহারুল ইসলাম মারুফ, শেখ নুরুল্লাহ।


সহ-সাংগঠনিক সম্পাদক- সাইদুল ইসলাম, ইকবাল হোসেন আসিফ, মোঃ গোলাম মোস্তফা, আরিফুল ইসলাম আরিফ সরকার, শফিকুল ইসলাম পিংকন, মোঃ রাসেল মোল্লা, তানভীর আল হাদি, মোঃ আরিফ সিকদার, মোঃ হানিফ আলী, সাদেক মিয়া, আখতার হোসেন দুলাল, মাইন উদ্দিন শাহ, মনিরুল ইসলাম, সাইমন ইসলাম।
সদস্য- ফারজানা আক্তার সুমাইয়া, সোহেল রানা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাএদল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ