Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থেরেসা মে’র ভাগ্য নির্ধারণ আজ

| প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র ভাগ্য নির্ধারিত হয়ে যাবে আজ (মঙ্গলবার)। এদিন তিনি হাউজ অব কমন্সে তার দলীয় ব্যাকবেঞ্চার বা পিছনের সারির এমপিদের নিয়ে আলোচনায় বসছেন। লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, এতেই থেরেসা মের ভাগ্য নির্ধারিত হতে পারে। পিছনের সারির এসব এমপিদের নিয়ে যে কমিটি তাকে বলা হয় দ্য কনজারভেটিভ প্রাইভেট মেম্বারস কমিটি। তবে এটি আনুষ্ঠানিকভাবে ১৯২২ কমিটি নামে পরিচিত। এমন আলোচনায় এমপিরা তাদের আসনের দৃষ্টিভঙ্গি ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির বিষয়ে মতামত দিয়ে থাকেন। তবে তা পার্লামেন্টের ফ্রন্টবেঞ্চার বা সামনের সারির এমপি বা মন্ত্রীদের থেকে স্বতন্ত্র থাকে। অর্থাৎ সামনের সারির সদস্যদের সমর্থন করেই তাদেরকে মত দিতে হবে এমন নয়।
এ বিষয়ে ইন্ডিপেন্ডেন্টে সাংবাদিক রব মেরিক লিখেছেন, মঙ্গলবার সকালের দিকেই নির্ধারণ হয়ে যেতে পারে থেরেসা মে’র ভাগ্য। ১৯২২ কমিটির চেয়ারম্যান গ্রাহাম ব্রাডি বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাতের জন্য এমপিদের তিনি মঙ্গলবারের বেশি সময় দিতে চান না। এমনিতেই শোনা যাচ্ছে থেরেসা মে’কে তার পদ থেকে সরিয়ে দেয়ার প্রচেষ্টা শুরু হয়েছে মন্ত্রীপরিষদের ভিতরে। বিভিন্ন পর্যায় থেকে তেরেসা মে’র সমর্থন কমে যাচ্ছে। জরিপে দেখা যাচ্ছে, শতকরা প্রায় ৫০ ভাগ মানুষ চাইছেন তিনি অবিলম্বে পদত্যাগ করুন। চারদিকে যখন প্রতিকূল পরিস্থিতি তখন পিছনের সারির এমপিদের নিয়ে তিনি মুখোমুখি আলোচনায় বসছেন। তাদেরকে তিনি আয়ত্তে আনার চেষ্টা করবেন। কারণ, তিনি ১০ ডাউনিং স্ট্রিটের অবস্থানটি টিকিয়ে রাখতে চান। সেক্ষেত্রে তাকে অনেকগুলো বাঁকা প্রশ্নের মুখোমুখি হতে হবে। যেমন পিছনের সারির এসব এমপি তার কাছে জানতে চাইতে পারেন, চুক্তি না হওয়া সত্তে¡ও কেন ডাউনিং স্ট্রিট ঘোষণা করেছে যে, ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সঙ্গে সরকার গঠন নিয়ে তাদের চুক্তি হয়েছে। ডিইউপি হলো সমকামী বিয়ে বিরোধী, গর্ভপাত বিরোধী। তাদের সঙ্গে এমন সন্ধি করা নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করতে পারেন। গ্রাহাম ব্রাডি বিবিসিকে বলেছেন, এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তাকে বলেছি যত তাড়াতাড়ি সম্ভব সহকর্মীদের সঙ্গে এ নিয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারই প্রেক্ষিতে আমরা মঙ্গলবার ১৯২২ কমিটির বৈঠক আহŸান করেছি। সেখানেই এ চুক্তি নিয়ে সহকর্মীদের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন থেরেসা মে। এরই মধ্যে প্রধানমন্ত্রী থেরেসা মে’কে ‘একজন মৃত নারী হেঁটে বেড়াচ্ছেন’ হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক চ্যান্সেলর জর্জ অসবর্ন। তিনি আরো পূর্বাভাস দিয়ে বলেছেন, তিনি এক সপ্তাহের মধ্যে ক্ষমতা হারাবেন। প্রায় একই রকম মন্তব্য করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নিকি মরগান। তিনি বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হবে নেতৃত্বের প্রতিযোগিতা। তিনি আইটিভি’র সানডে প্রোগ্রামে বলেছেন, আমি মনে করি বিষয়টি এই গ্রীষ্মেই শেষ হয়ে যাবে। আশা করি এতে দলীয় সম্মেলনও হয়ে যেতে পারে। কনজারভেটিভ পার্টিতে বিতর্কের প্রয়োজন আছে। গত কয়েকদিনে যা ঘটে গেছে তার মূল্যায়ন করা উচিত। আমাদের বোঝা উচিত আমরা আসলে কোনদিকে যাচ্ছি।
ওদিকে সাবেক আরেক মন্ত্রী আনা সোব্রি বলেছেন, আমি ঠিক বুঝতে পারি না তিনি (তেরেসা মে) কীভাবে দীর্ঘায়িত করবেন। দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, তার চলে যাওয়া উচিত। তবে কিছু সময়ের জন্য তার ১০ ডাউনিং স্ট্রিটে থাকা উচিত। পরিষ্কার করে বলতে, আমাদের স্থিতিশীলতা দরকার।
উল্লেখ্য, পিছনের সারিতে কনজারভেটিভ দলের রয়েছেন ৪৮ জন এমপি। প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি অনাস্থা ভোটের জন্য প্রয়োজন হবে তাদের শতকরা ১৫ ভাগ ভোট। শতকরা ১৫ ভাগ এমপি যদি গ্রাহাম ব্রাডিকে চিঠি লেখেন তাহলেই অনাস্থা ভোট হতে পারে। ওদিকে প্রধানমন্ত্রী থেরেসা মে তার রাজনৈতিক জীবন রক্ষার জন্য লড়াই করছেন এমনটা প্রত্যাখ্যান করেছেন প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফালন। তিনি বলেছেন, কনজারভেটিভ দলের এমপিরা তার পাশে থাকবেন এবং তাকে সমর্থন দেবেন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল ‘প্রধানমন্ত্রী কি একজন মৃত মানুষের মতো হেঁটে বেড়াচ্ছেন’ এ কথা ঠিক। জবাবে মাইকেল ফালন বলেন, এ কথার সঙ্গে আমি একমত নই। তিনি ১৯৮৭ সালের পর সবচেয়ে বেশি ভোট পেয়েছেন।
ওদিকে রিপোর্টে বলা হয়, নির্বাচনী বিপর্যয়ের পর প্রধানমন্ত্রী ‘কান্নার সমুদ্রে’ ভেসেছিলেন। এ বিষয়েও মাইকেল ফালনের কাছে জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিনি বলেছেন, এ বিষয়েও আমি জানি না। সূত্র : ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থেরেসা মে

১৩ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ