Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শচীন-লারা-সাঙ্গাদের- ভুল প্রমাণ করলো বাংলাদেশ

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর শুরুর আগ থেকে গতকাল পর্যন্ত, এবারের আসরের সেমিফাইনালিস্টদের নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন বিশ্বের সাবেক অনেক তারকা খেলোয়াড়রা। তাদের সব ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করলো বাংলাদেশ। যারা যারা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালিস্টদের নিয়ে ভবিষ্যতবাণী করেছেন, তাদের সেরা চার দলে ছিলো না বাংলাদেশ।
গতকাল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ শেষ হবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা চার দল কারা, এমন একটি ভিডিওতে ভারতের সাবেক মাস্টার বøাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা চার দলে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলংকা-পাকিস্তানের মধ্যে যেকোন একটি দল।’ অবশ্য টেন্ডুলকারের এই বক্তব্যের ভিডিওটি গত ৮ জুন রেকর্ড করা। সেটি গতকাল রাতে ইনস্টাগ্রামে পোস্ট করে আইসিসি। তবে যাই হোক টেন্ডুলকারকে ভুল করতে পেরেছে বাংলাদেশ।
শুধুমাত্র টেন্ডুলকারকেই নয়, যত সাবেক খেলোয়াড় বা বিশেষজ্ঞরা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালিস্টদের নিয়ে ভবিষ্যতবাণী করেছেন তাদের সবাইকেই ভুল প্রমাণ করে টুর্নামেন্টের দ্বিতীয় এবং এশিয়ার প্রথম দল হিসেবে এখন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ। ক্রিকেটের বরপুত্র ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা বলেছিলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে খেলবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলংকা ও পাকিস্তান।’ শ্রীলংকার সাবেক খেলোয়াড় কুমার সাঙ্গাকারা বলেছিলেন, ‘ফাইনালে কে কে খেলবে তা বলা কঠিন। তবে সেমিফাইনাল খেলবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ