Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘জঙ্গি দমনের যুদ্ধ এখনো চলছে’

| প্রকাশের সময় : ১০ জুন, ২০১৭, ১২:০০ এএম

ময়মনসিংহ ব্যুরো : জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান বলেছেন, জঙ্গি দমনের যুদ্ধ এখনো শেষ হয়নি। এখনো বিএনপি যুদ্ধাপরাধের পক্ষে জামায়াতের পক্ষে উকালতি করে। এ কারণেই জঙ্গি দমনের যুদ্ধ এখনো শেষ হয়নি।  গতকাল শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ডিগ্রী কলেজ মাঠে উপজেলা জাসদ আয়োজিত কর্মী সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।  
উপজেলা জাসদের সভাপতি শরীয়ত উল্লাহ মাস্টারের সভাপতিত্বে এ কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি ও পৌর কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, পারভেজ শাহনেয়াজ লিটন, নজরুল ইসলাম মাষ্টার, খলিলুল্লাহ মাষ্টার, রাকিব মাহমুদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ