Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গি দমনের নামে যেন নিরীহ মানুষ গ্রেফতার না হয় -পীর সাহেব চরমোনাই

প্রকাশের সময় : ১২ জুন, ২০১৬, ১২:০০ এএম

অভিযানে ৫৪ ধারা বিষয়ক আদালতের নির্দেশও মানা হচ্ছে না
স্টাফ রিপোর্টার : জঙ্গি দমন অভিযানের নামে সারাদেশে অনেক সাধারণ ও নিরীহ মানুষ গ্রেফতার হচ্ছে। এতে চরম আতঙ্ক বিরাজ করছে। ফলে নিরীহ মানুষও হয়রানীর শিকার হচ্ছে। এধরণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। গতকাল এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, দেশে অব্যাহত হত্যাকা- চলছে। এতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সৎ পুলিশ অফিসারের স্ত্রীসহ বিভিন্ন পেশার নারী ও পুরুষ হত্যাকা-ের শিকার হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কোনো হত্যাকা-ের নিরপেক্ষ তদন্ত ও বিচার হয়নি।
তিনি বলেন, কয়েকজন বিদেশি নাগরিকসহ ব্লগার হত্যা এবং ধর্মীয় নেতা ও ধর্মীয় সেবকদের হত্যাকা-ে দেশে-বিদেশে তোলপাড় সৃষ্টি হলেও এখন পর্যন্ত কোনো একটি হত্যাকা-ের বিচার করতে পারেনি সরকার। তিনি অবিলম্বে এসব হত্যাকা-ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন পীর সাহেব। তিনি বলেন, ‘সম্প্রতি উচ্চ আদালতে ৫৪ ধারা বিষয়ক যে নির্দেশনা দেয়া হয়েছে এই অভিযানে সেটিকেও উপেক্ষা করা হচ্ছে। এটি আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর আদালতের প্রতি অবমাননা ও চরম ধৃষ্টতার শামিল। গুলিস্তানে হকার উচ্ছেদের নামে নিরীহ ব্যবসায়ীদের গ্রেফতারের নিন্দা করে পীর সাহেব গ্রেফতারকৃত হকারদের মুক্তি দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি দমনের নামে যেন নিরীহ মানুষ গ্রেফতার না হয় -পীর সাহেব চরমোনাই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ