Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গি দমনের পাশাপাশি বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর ডাক দিতে হবে :ওলামা লীগ

প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

প্রধানমন্ত্রীর প্রতি উদাত্ত আহ্বান
স্টাফ রিপোর্টার : আওয়ামী ওলামা লীগের কার্য নির্বাহী সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা আবুল হাসান শেখ শরীয়তপুরী জঙ্গি ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে গড়ে ওঠা জাতীয় ঐক্যকে জঙ্গি দমনের পাশাপাশি বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক সহযোগিতার ডাক দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে। গতকাল এক বিবৃতিতে আওয়ামী ওলামা লীগের নেতৃবৃন্দ বলেন, মন্ত্রী-এমপি-ডিসি, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে জঙ্গি দমনের পাশাপাশি বন্যা দুর্গতদের সহায়তায় কার্যকর ভূমিকা রাখা এ মুহূর্তে অত্যন্ত জরুরি। অন্যথায় আমাদেরকে আরো একটি জাতীয় দুর্যোগের মুখে পড়তে হবে।
তারা বলেন, বন্যা দুর্গতদের হাহাকার ক্রমেই বাড়ছে। মড়ার উপর খাঁড়ার ঘার মতো নদী ভাঙনে বাড়ি হারাচ্ছে শত শত মানুষ। খেয়ে না খেয়ে অত্যন্ত দুর্বিষহ জীবন-যাপন করছে বন্যা দুর্গতরা। প্রশাসনের কোনো স্তর থেকেই বন্যা দুর্গতদের সহায়তায় এখন পর্যন্ত কোনো কার্যক্রম শুরু করা হয়নি। ত্রাণ মন্ত্রণালয় যেন ঘুমিয়েই আছেন। বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও-সাংস্কৃতিক সেবা ও সমাজের বিত্তবান কারো দৃষ্টি পড়ছে না দুর্গতদের দিকে। অথচ আরো এক সপ্তাহ পূর্বেই বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো জরুরি ছিল। তাই এই কঠিন সমস্যা মোকাবেলায় প্রধানমন্ত্রীর আহ্বান অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি দমনের পাশাপাশি বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর ডাক দিতে হবে :ওলামা লীগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ