মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে কেন্দ্রের গবাদি পশু সংক্রান্ত নির্দেশিকার জেরে ক্ষোভ প্রকট হয়ে উঠছে। কারণ ওই এলাকার বেশিরভাগ মানুষই গো-গোশতে অভ্যস্ত। আর এ নিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব ও উত্তর-পূর্বের মেঘালয়ের বিজেপির মধ্যে চিড় ধরা শুরু করেছে বলে অনেকে মনে করছেন। জানা গেছে, মেঘালয়ে বিজেপি নেতৃত্বের একাংশ, কেন্দ্রের মোদী সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষে বিফ-পার্টি আয়োজন করতে যাচ্ছে। এর আগে কেন্দ্রের গো-হত্যা ও গবাদি পশু নিয়ে নির্দেশিকা নিয়ে মেঘালয়ের রাজ্য বিজেপির মধ্যে অসন্তোষের খবর আসে। সে রাজ্যের এক বিজেপি নেতা তো একধাপ এগিয়ে বলেই দেন যে, মেঘালয়ে বিজেপিকে ভোট দিলে গো-গোশত সস্তা করে দেয়া হবে। পাশাপাশি তিনি দাবি করেন যে, গো-গোশতে নিষেধাজ্ঞা জারি হতে দেয়া যাবে না। বিজেপি নেতা বাচু মারাং জানিয়েছেন, গারো হিল এলাকায় বিতচি-বিফ পাটি আয়োজন করা হবে। এই বার্তা জানিয়ে তিনি সোস্যাল মিডিয়াতে একটি পোস্টও করেন। জানা গেছে, মেঘালয়ে যেহেতু গারো স¤প্রদায়ের মানুষ বেশি গো-গোশত খান, তাই কেন্দ্রের এই ফরমানে তারা ক্ষুব্ধ। সেই সঙ্গে মেঘালয় বিজেপির একটা বড় অংশের নেতারাও কেন্দ্রের এই নির্দেশিকায় অসন্তুষ্ট। অনইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।