মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার জন্যে আবারও রুশ-মার্কিন আঁতাতকে দুষলেন। তিনি বলেন, রুশ-মার্কিন আঁতাতই আমার পরাজয়ের অন্যতম কারণ। এই প্রচেষ্টায় ট্রাম্পের সহকারিসহ মার্কিনীদের হাত থাকার সম্ভাবনাও রয়েছে। হিলারি গত বুধবার ক্যালিফোর্নিয়ায় এক টেকনোলজি সম্মেলনে বক্তৃতা করতে গিয়ে রাশিয়ার সাইবার হামলার বিষয়টি উল্লেখ করেন। এ সময় তিনি নির্বাচনী লড়াইকালে তার বিরুদ্ধে প্রচারণার কথা উল্লেখ করে বলেন, মস্কোর নেতৃত্বে তার বিরুদ্ধে প্রচারণা করা হয়। সম্মেলনে তিনি আরো জানান, তার বিরুদ্ধে ব্যাপক মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যাচার ও তার প্রচার শিবিরের ই-মেইল হ্যাক করা হয়। তিনি আরো অভিযোগ করেন, এই কাজে বেশ কয়েকজন মার্কিনী রুশদের সাহায্য করে। তিনি তৎকালীন এফবিআই এর পরিচালক জেমস কোমির ভূমিকার কথা তুলে ধরেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক দিন আগে ই-মেইল বিতর্কের মুখে পড়েন হিলারি। সে সময় তার বেশ কিছু ই-মেইলের খোঁজ পায় এফবিআই। তারা তখন নতুন করে এ ব্যাপারে তদন্ত করার ঘোষণা দেয়। ওই সময়ে কোমি বলেন, পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করেন। সে সময়ের বেশি কিছু ই-মেইলে সন্ধান পেয়েছেন তারা। তিনি জানান, নির্বাচনের মাত্র কয়েকদিন আগে তার ই-মেইল এর ব্যাপারে নতুন করে তদন্তের ঘোষণাটি ছিল তার নির্বাচনী প্রচারণার ওপর একটি বড় ধরনের ধাক্কা। হিলারি বলেন, কোমি ২৮ অক্টোবর আমার বিরুদ্ধে ই মেইল অভিযোগটি সামনে আনেন এবং এর পরপরই নির্বাচনে আমার ভোট কমতে শুরু করে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।