Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ

| প্রকাশের সময় : ৩০ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আর মাত্র ১ দিন বাকি। তারপরই ব্যাটে-বলের হুঙ্কারে সন্ত্রাসীদের বোমার শব্দ ¤øান হতে শুরু করবে ইংল্যান্ডে। পহেলা জুন থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির দামামায় পাল্টো যাবে ইংলিশ প্রকৃতিও। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বের খেলা আরম্ভের পূর্বে নিজেদের ঝালিয়ে নিতে প্রত্যেক দলই পাচ্ছে প্রস্তুতি ম্যাচ। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ৩৪২ রানের বড় টার্গেট দিয়েও পরাজয়য়ের স্বাদ পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বেশ কিছু মিস-ফিল্ডিংও হয়েছে ফিল্ডারদের, যার কারণে খেসারত দিতে হয়েছে দলকে। এই বাজে ফিল্ডিংয়ে কারণ হিসেবে খারাপ আবহাওয়াকেই দুষলেন সৌম্য সরকার।
ইনিংসের শুরুতেই বেশ কিছু ক্যাচ মিস করেছেন বাংলাদেশ দলের ফিল্ডাররা। শেষদিকে মিরাজের হাত ফসকে ক্যাচ ছুটে যাওয়াতে খেসারত দিতে হয় দলকে। এর আগেও ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে মিস-ফিল্ড হয় ক্রিকেটারদের তবে কিউইদের বিপক্ষে ম্যাচ জয়ে ছাপিয়ে যায় সবকিছু। জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার বলেন, ‘আসলে বাজে আবহাওয়ার কারণে এমনটা হয়েছে। কেউই ইচ্ছে করে খারাপ খেলতে চায় নি। ভুল হবেই। আমার মতে কন্ডিশন এবং আবহাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখানে। সেখানে বায়ুপ্রবাহ ছিল, মাঝেমধ্যে হালকা-পাতলা বাতাশও হচ্ছেছিল। আমার বিশ্বাস কয়েকদিনের মধ্যেই ক্রিকেটাররা এই ধরণের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হবে।’
সৌম্য আরো জানান, নিজেদের অতীতের ভুল শুধরে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ, ‘আমরা বেশকিছু ভুল করেছি। বেশ কিছু ক্যাচও ফেলেছি এবং ¯øগ ওভারে প্রয়োজন মতো খেলতে পারিনি। শুরুতে বড় সংগ্রহের পরও শেষের দিকে এসে রানের চাকা কিছুটা ধীর গতির হয়েছে। বর্তমানে এইগুলো নিয়ে আমরা কাজ করছি। আমার মনে হয়না মূল পর্বে এই ধরণের ভুল আবারো দেখতে পারবেন।’
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ভারত তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। যদিও গেলপরশুর ঐ ম্যাচে ভারত একাদশে ছিলেন না রোহিত শর্মা। আজ ওভালে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচে দলের একাদশে থাকবেন রোহিত, এমনটাই জানা গেছে বিসিসিআই’র পক্ষ থেকে।
২০১৪ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে চ্যাম্পিয়ন্স করার পেছনে বড় অবদান ছিল রোহিত শর্মার। ভারতের তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ঐ আসরকে রোহিতকে টপ অর্ডারে গুরুত্বের সাথে জায়গা করে দেন। রোহিত ছাড়াও ঐ আসরে বাজিমাত করেছিলেন শিখর ধাওয়ান। এবারের আসরে ভারতীয় দলে আছেন তিনিও। বর্তমান চ্যাম্পিয়নদের মাথায় ঘুরেফিরে তাই গতবারের স্মৃতি ভেসে উঠছে। তবে ভাইরাস জ্বরে আক্রান্ত যুবরাজ সিং বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে থাকবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি এখনও। পাকিস্তানের বিপক্ষে ৪ জুনের হাইভোল্টেজ ম্যাচকে ঘিরেই আপাতত যুবরাজের মাথাব্যথা।
বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রস্তুতি ম্যাচ। খেলাটি সরাসরি স¤প্রচার করবে টুর্নামেন্টের স¤প্রচার স্বত্ব পাওয়া স্টার স্পোর্টস নেটওয়ার্ক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ